আরও বাড়তে চলেছে সুদ, ফিক্সড ডিপোজিট নিয়ে খুশির খবর! বড়সড় ইঙ্গিত RBI-র

আরবিআই (Reserve Bank of India) তাদের মাসিক বুলেটিনে এক বড় খবর সামনে এনেছে। আর এরফলে বেশ সুবিধা মিলবে আপনাদের। মঙ্গলবার এই খবর জানিয়েছে তাঁরা। সেখানে জানা যাচ্ছে, ব্যাঙ্কগুলি (Bank) আবারও সুদের হার বাড়াতে পারে। ২০২২ সালের মে মাস থেকে যেভাবে রেপো রেট বেড়েছে তাতে সুদের হার অনেকখানি বাড়িয়েছে বিভিন্ন ব্যাংক।
বর্তমানে একেরপর এক ব্যাংক যেন সুদের হার বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। এদিকে খবর আসছে মুদ্রাস্ফীতির পরিমাণ কমলেও RBI আগামী এপ্রিল মাসে রেপো রেট ২৫ bps বাড়াতে পারে। যার অর্থ আরো অতিরিক্ত ০.২৫% সুদ নেবে রিজার্ভ ব্যাংক। এরফলে একদিকে যেমন দামী হবে ঋণ, তেমনই ফিক্সড ডিপোজিটেও (Fixed Deposit) মিলবে বেশী পরিমাণ সুদ।
আগামী মাসে আরো একবার সুদের হার বাড়লে রেপো রেট পৌঁছাবে ৬.৭৫% এ। RBI এর বুলেটিন থেকে জানা যাচ্ছে যে, FD-তে রিটার্নের পরিমাণ বাড়তে পারে। যেখানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের সংখ্যা যথাক্রমে ৪.৬ শতাংশ ও ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেখানে FD-তে জমার পরিমাণ বেড়েছে ১৩.২%। যদিও মুদ্রাস্ফীতি বাড়ার কারণে ইনপুট খরচও বেড়েছে।
পরপর ছয়বার RBI-এর রেপো রেট বাড়ানোর পরে, ব্যাংকগুলো সমস্ত বিনিয়োগের ক্ষেত্রেই সুদের হার বাড়িয়েছে। পাবলিক সেক্টর ব্যাংকের তুলনায় স্মল ফিনান্স ব্যাংকগুলো আবার বেশী আকর্ষণীয় সুদের হার অফার করছে। ৩ বছরের FD এর ক্ষেত্রে দেশের শীর্ষ ১০ টি ব্যাংকের সুদের হার রুয়েছে ৭.৫% এর আশেপাশে।