DA অতীত! পুজোর আগে বড় গিফট পেতে চলেছেন সরকারি কর্মীরা

বর্তমানে বর্ষার মৌসুম (Wet Season) চলছে। আর এই মৌসুমে দেশের একাধিক রাজ্যে বৃষ্টির দাপট চলছে। এদিকেই বর্ষার মৌসুমী বড়সড় সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Employee)। সপ্তম বেতন পে কমিশনের অনুযায়ী বহু কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা (Dearness allowance) বাড়তে চলেছে। সব সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যে বড় কোনও খবর পেতে চলেছেন কর্মীরা। এক ধাক্কায় অনেকটাই DA বাড়তে চলেছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর। যদিও কবে এই DA বাড়বে সেই নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘটনা হয়নি কেন্দ্রের তরফে। একপ্রকার নতুন ডিএ-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

এরই মাঝে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে জড়িত কর্মীদের জন্য বড় ঘোষণা করতে পারে কেন্দ্র বলে খবর। সপ্তম বেতন কমিশনের অধীনে একটি নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের পদোন্নতির জন্য ন্যূনতম যোগ্যতা সংশোধন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সপ্তম বেতন কমিশনের অধীনে প্রতিরক্ষা কর্মী এবং সৈন্যদের ক্ষেত্রে এই সংশোধনী প্রযোজ্য হবে।

গত ২২ আগস্ট জারি করা অফিস স্মারকলিপিতে প্রতিরক্ষা বেসামরিক কর্মচারীদের পদোন্নতির জন্য ন্যূনতম যোগ্যতা জারি করেছে মন্ত্রক। এখানে এই ধরনের কর্মচারীদের পদোন্নতির জন্য মানদণ্ড জারি করা হয়েছে।

কর্মচারীদের পদোন্নতির বিষয়ে মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলেছে, বিভিন্ন স্তরের জন্য আলাদা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লেভেল ১ থেকে ২ এর জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লেভেল ১ থেকে ৩ এর জন্য ৩ বছরের অভিজ্ঞতা, লেভেল ২ থেকে লেভেল ৪ এর জন্য ৩ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একইভাবে, মোট স্তর ১৭ পর্যন্ত কর্মচারীদের ১ বছর থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকলে পদোন্নতি দেওয়া হবে।

প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই নতুন আপডেট অবিলম্বে কার্যকর হবে। এর অর্থ এই যোগ্যতার অধীনে আসা সমস্ত কর্মচারীকে তাৎক্ষনিকভাবে পদোন্নতি দেওয়া হবে। তবে কর্মীদের কতটা পদোন্নতি দেওয়া হবে, তা স্পষ্ট করে জানায়নি মন্ত্রক।

এক রিপোর্ট অনুযায়ী জনক যাচ্ছে, কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি এই মাসে জুলাই মাসে করা হতে পারে। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অনুমান করা হচ্ছে যে কেন্দ্রীয় কর্মচারীরা মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারেন। এই বৃদ্ধি করা হলে কর্মচারীদের দেওয়া মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৪৫ শতাংশ।