সেলাইয়ের কাজ করে পড়াশোনা চালিয়ে দুর্দান্ত সাফল্য! গোবরডাঙা থেকে ISRO পাড়ি দিচ্ছেন সুমন

কয়েকদিন আগেই বাংলার (West Bengal) মুখোজ্জ্বল করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (Indian Space Research Organisation) বাংলা থেকে ৬ জন সুযোগ পেয়েছেন। এর মধ্যে একজন রয়েছেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙার (Gobardanga) বাসিন্দা সুমন সিকদার। তিনি ইসরোর টেকনিক্যাল বিভাগের জন্য মনোনিত হয়েছেন।

সুমনকে এজন্য অপেক্ষা করতে হয়েছে বেশ অনেকটা সময়। তিনি ২০১৯ সালে ISRO এর টেকনিক্যাল বিভাগে নিয়োগের ফর্ম ফিলাপ করেন। এরপর করোনার জন্য মাঝখানে কোনো খোঁজখবর থাকেনি। তবে সমস্ত প্রক্রিয়ার শেষে নিয়োগপত্র এসে পৌঁছয় সুমনের বাড়িতে।

ছেলের এমন সাফল্যে খুবই খুশি পরিবারের সকল সদস্য। মহাকাশ গবেষণা সংস্থায় চাকরি পেয়ে তাক লাগিয়ে দিয়েছে গোবরডাঙার (Gobardanga) সুমন। তিনি কেবল কেন্দ্র সরকারের পরীক্ষাতেই বসেছেন। এবার আগামী ২০ ফেব্রুয়ারি তিনি যোগ দেবেন শ্রীহরিকোটায়। সেখানেই ইসরোর কেন্দ্রে যোগ দেবেন তিনি।

সংবামাধ্যমের সামনে সুমন বলেন, “আমি কেন্দ্রীয় সরকারের (Central Government Job) চাকরিতেই বেশি আবেদন করেছি, কারণ আমি প্রযুক্তিগত চাকরির পরীক্ষাগুলিই দিতাম। সেই কারণে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কোনও ভয় লাগেনি।”

তার আরও বক্তব্য, “বাংলায় মোট ৬ জন এই পদে নির্বাচিত হয়েছেন। অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলাম, ভাবিনি ইসরো কাজ করার সুযোগ পাব। বাড়িতে বসেই পড়াশুনো করেছি। শেষমেশ নির্বাচিত হয়েছি বলে খুব খুশি।”

snapedit 1676700401371

সুমনের বাবা শ্যামল শিকদার ছেলের সাফল্যের আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি সংবামাধ্যমকে বলেন, “আনন্দে আমার চোখের জল বেরিয়ে যাচ্ছে। আমি খুব কষ্ট করে ওদের পড়াশুনো শিখিয়েছি। আমি সেলাইয়ের কাজ করি। চাকরি পাওয়ার জন্য ছেলেও খুব কষ্ট করেছে। আমার ছোটো ছেলে উচ্চমাধ্যমিক দেবে। বড় ছেলের সাফল্যে আমরা ভীষণ খুশি হয়েছি।”

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button