মঙ্গলবার অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ৩ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে। এই জয়ের ফলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২৩ এর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের এক সময় মনে হচ্ছিল আফগানিস্তান দল সহজেই জিতবে। অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘটাবে অঘটন। কারণ একশো রান হওয়ার আগেই অস্ট্রেলিয়ার ৭ উইকেট খুব দ্রুত হারিয়েছিল। কিন্তু এরপর ক্রিজে আসা গ্লেন ম্যাক্সওয়েল এসে শুধু ইনিংসই সামলাননি, দলকে জয়ও এনে দেন। ম্যাচে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে এদিন পাওয়া গেল দুর্দান্ত ডাবল সেঞ্চুরি। ম্যাক্সওয়েল তাঁর ঝড়ো ব্যাটিং স্টাইলের মাধ্যমে ২৯২ রানের টার্গেটে খুব সহজে পৌঁছে দেন দলকে।
কার্যত একের হাতে আফগানিস্তানের বিরুদ্ধে এদিনের খেলায় অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই ম্যাচে ম্যাক্সওয়েল অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেছেন। ১২৮ বল। ম্যাক্সওয়েল তাঁর ইনিংসের সময় ২১ টি চার এবং ১০ টি ওভার বাউন্ডারি মেরেছেন।
অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়লেন ম্যাক্সওয়েল। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি। ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল ১২৮ বলে করেন ২০১ রান। এছাড়া মিচেল মার্শ ২৪ ও অধিনায়ক প্যাট কামিন্স অপরাজিত ১২ রান করেন।
কামিন্সের অবদান ভোলার নয়। মাত্র ১২ রান করলেও খেলেছেন ৬৮ বল। আফগানিস্তানের পক্ষে দ্বিতীয় বোলিং করার সময় নবীন উল হক, আজমত ও রশিদ খান ২ টি করে উইকেট নেন। এই জয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আগে সেমিফাইনালে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।