রাস্তায় অর্ধনগ্ন মহিলার ভিডিও ভাইরাল! পাঁচ সন্তানের মাকে ধর্ষণ নেতার ছেলের

গাজিয়াবাদঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। ওদিকে বদলাপুরের স্কুলে নাবালিকা ছাত্রীদের যৌন শোষণ মামলায় তোলপাড় গোটা মহারাষ্ট্রও। দিকে দিকে মহিলা, বাচ্চাদের উপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। আর এরই মধ্যে উত্তরপ্রদেশ থেকে এক মর্মান্তিক ভিডিও সামনে আসছে। যেখানে এক মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তার ধারে বসে থাকতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে যে, ভিডিওটি উত্তরপ্রদেশে গাজিয়াবাদের।

ভিডিওতে এক মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তার ধারে বসে থাকতে দেখা যাচ্ছে। মহিলাকে যখন এক ব্যক্তি জিজ্ঞাসা করেন যে, আপনার সাথে কী হয়েছে? তখন ওই মহিলা জানান যে, তার উপর নির্যাতন চলেছে। মহিলা জানান, ঝোপে নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করা হয়েছে। আমি পুলিশকে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু তাঁরা কোনও পদক্ষেপ নেননি।

   

ঘটনার ভিডিও উত্তরপ্রদেশ কংগ্রেস নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। সেখানে তাঁরা লিখেছে, ‘গাজিয়াবাদের সড়কে অর্ধনগ্ন মহিলা বসে রয়েছেন। তিনি বলছেন আমার পাঁচ সন্তান রয়েছে, আমাকে ছেড়ে দিন। নেতার ছেলে আমাকে ঝোপে নিয়ে গিয়ে মদ খাওয়ার পর ধর্ষণ করেছে।’

কংগ্রেসের তরফে সেই নেতা আর নেতার ছেলের উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে। পাশাপাশি তাঁরা উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা করে বলেছে যে, এই রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই।

Avatar

সম্পর্কিত খবর