এই গাড়ি চালালে ভুলে যাবেন পেট্রোলের দাম, মাত্র ৫০০০ টাকা দিয়েই নিয়ে আসুন এই বাইক

মানুষ আস্তে আস্তে পেট্রোল চালিত গাড়ি ছেড়ে ঝুঁকছে ইলেকট্রিক গাড়ির দিকে। যদিও ইলেকট্রিক গাড়িই যে ভবিষ্যত সেই ব্যাপারে নিশ্চিৎ না হলেও অন্য কোনো উন্নততর প্রযুক্তি না আসা অবধি বৈদ্যুতিক গাড়ি গুলোই মানুষের প্রথম পছন্দ।
এই বৈদ্যুতিক গাড়িগুলোর রয়েছে তিনটি প্রধান সুবিধা
১) পরিবেশ দূষণ প্রায় নেই বললেই চলে, তাই বর্তমানের প্রকৃতি প্রেমি জনতার প্রথম পছন্দ এই গাড়ি গুলি।
২)অত্যন্ত কম খরচেই চালানো সম্ভব।
৩) উন্নততর প্রযুক্তির সুবিধা মেলে এখানে।
তবে মোদী সরকারের বদান্যতায় এর সাথে আর একটি সুবিধা মেলে এবং তা হলো বৈদ্যুতিক গাড়ির ট্যাক্স অত্যন্ত কম। কিন্তু ভারতীয় বাজারে কোন গাড়িগুলো সবচেয়ে উপযুক্ত হবে তাই নিয়ে ধন্ধে রয়েছেন অনেকে। আজ আপনাদের সেই সমস্যা দুর করতেই এই প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আমরা।
ভারতীয় বাজারে অনেক অপশন থাকলেও আজ যে ব্র্যান্ডের ব্যাপারে বলবো সেখানে আপনি একেবারে ভ্যালু ফর মানি প্রোডাক্ট পেয়ে যাবেন। এই ব্র্যান্ডের নাম EVTRIC Motors। সদ্যই তারা বাজারে লঞ্চ করেছে তাদের নতুন ইলেকট্রিক বাইক EVTRIC Rise। সংস্থার দাবি যে, এই নতুন ই-বাইকটি একবার চার্জেই প্রায় ১১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়া এই বাইকটি পুরোপুরি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, যা দেশীয় বাজারকে আরো সমৃদ্ধ করে তুলবে। গাড়িটি এখন সাদা এবং কালো এই দুই রঙেই উপলব্ধ।
কি কি বৈশিষ্ট্য রয়েছে বৈদ্যুতিক বাইকটির?
১) এখানে রয়েছে রানিং লাইট, যা চালানোর সময় আপনাকে সাহায্য করবে।
২) সামনে আছে বেশ শক্তিশালী LED হেডল্যাম্প।
৩) ২০০০ ওয়াট এর BLDC মোটর এর সাহায্যে খুব উচ্চগতিতে ছুটবে এই গাড়ি।
৪) ইঞ্জিনের সাথে সংযুক্ত রয়েছে একটি 70V/40Ah এর ব্যাটারি।
৫) একবার চার্জ দিলেই ১১০ কিমি ছুটবে অনায়াসে।
৬)সর্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘন্টা স্পিডে ছুটতে পারে এই বাইকটি।
কত দাম এই বাইকের?
বাইকটির দাম শুরু হচ্ছে ১,৫৯,৯৯০ টাকা থেকে যা আপনি ৫০০০ টাকা ডাউন পেমেন্ট করেই নিয়ে যেতে পারেন। ইতিমধ্যে ভারতের ২২টি রাজ্যে উপলব্ধ এই বাইক।