বলুন তো, ভারতকে দুই ভাগে বিভক্ত করেছে কোন নদী? অনেকেই উত্তর দিতে গিয়ে মুখ থুবড়ে পড়বেন

একটা চাকরির জন্য সকলে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। বছরের পর বছর পড়াশুনা করার পরেও অনেকেই চাকরি খুঁজে পান না। চাকরির সন্ধান পাওয়ার পর আবার এক চিন্তা ইন্টারভিউ (Interview)। ইন্টারভিউ ক্রাক না করতে পারলে চাকরি হবে না। এমন অনেকেই রয়েছেন যারা হয়তো ভালো চাকরি পেয়েও হাতছাড়া করেছেন, কারণ ইন্টারভিউ ভালো করে দিতে পারেননি।

একটা ইন্টারভিউ কোনো পরীক্ষার থেকে কম নয়। আর পরীক্ষা মানেই প্রশ্ন উত্তরের পালা। ইন্টারভিউতে কী প্রশ্ন আসতে পারে সেটা ভেবেই অনেকের রাতের ঘুম উড়ে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই। একটু সাধারণ জ্ঞান (General Knowledge) থাকলেই আপনি ইন্টারভিউতে সফল হবেন। সাক্ষাৎকারে (Interview) কেমন প্রশ্ন করা হতে পারে তারই আভাস দেওয়া রইল এই প্রতিবেদনে।

প্রশ্ন: মানুষের মধ্যে এমন কিছু আছে যা সর্বদা বৃদ্ধি পাচ্ছে?
উত্তরঃ- বয়স

প্রশ্ন: কোন দেশে নীল জিন্স পরা নিষিদ্ধ?
উত্তর : উত্তর কোরিয়া

প্রশ্ন: বিশ্বের প্রাচীনতম পিৎজার দোকান কোন দেশে অবস্থিত?
উত্তরঃ- নেপলস, যা ইতালিতে অবস্থিত।

প্রশ্ন : সাপের দেশের নাম কী?
উত্তর : ব্রাজিল

প্রশ্ন: কোন প্রাণী সবচেয়ে বেশি খাবার খায়?
উত্তর: নীল তিমি

প্রশ্ন: টেলিস্কোপ আবিষ্কার করেন কে?
উত্তর: গ্যালিলিও গ্যালিলি

প্রশ্ন: দেশলাই কোন দেশে আবিষ্কৃত হয়?
উত্তর : ব্রিটেনে।

প্রশ্ন: ১২ বছরে একবার কোন ফুল ফোটে?
উত্তর : নীলকুরিঞ্জি ফুল

প্রশ্ন: কোন পাখি কখনো বাসা তৈরি করে না?
উত্তর : কোয়েল

প্রশ্ন: চাঁদে প্রথম ব্যক্তি কে গিয়েছিলেন?
উত্তর: নিল আর্মস্ট্রং।

প্রশ্ন: ভারতে হীরার খনি কোথায় কোথায় আছে?
উত্তর: অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়।

প্রশ্ন: কোন ব্যক্তি সতীদাহ প্রথার অবসান ঘটিয়েছিলেন?
উত্তর- রাজা রামমোহন রায়।

প্রশ্ন: জাতীয় সঙ্গীত গাইতে সর্বাধিক কত সময় লাগে?
উত্তর- ৫২ সেকেন্ড।

প্রশ্ন: বলুন তো, ভারতকে দুই ভাগে বিভক্ত করেছে কোন নদী?
উত্তর: নর্মদা নদী।