বলুন তো, ভারতের কোন রেল স্টেশনের নাম একই দিনে ৩ বার বদলানো হয়েছিল?

ছোট হোক বা বড়, সকলেরই জিকে (General Knowledge) সম্পর্কে জেনে রাখা জরুরি। কারণ কখন, কোনটা দরকারে পরে যায় কেউ বলতে পারে না। অনেকেই আছেন যারা চাকরি খুঁজছেন। আবার অনেকেই আছেন যারা কোনও কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন।

কেরিয়রের শুরুতে আপনি যখন ইন্টারভিউতে (Interview) যান তখন অনেক ধরনের প্রশ্ন করা হয়, যার উত্তর দেওয়া খুব কঠিন হয়ে পড়ে মাঝেমধ্যে। অনেকেই আছেন যারা আতঙ্কিত হয়ে ভুল উত্তর দিয়ে ফেলেন। এমন পরিস্থিতিতে আপনার ইন্টারভিউ যতই ভালো হোক না কেন, কিন্তু একটি ভুল উত্তর আপনার পুরো ইন্টারভিউকে নেতিবাচক ভাবে প্রভাবিত করতে পারে। আপনিও যদি চান ভালোভাবে ইন্টারভিউয়ের উত্তর দিতে তাহলে জেনে নিন কিছু প্রশ্ন ও তার উত্তর।

প্রশ্নঃ ভগবান বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন?
উত্তরঃ বোধগয়া

প্রশ্নঃ আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ স্বামী দয়ানন্দ

প্রশ্নঃ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম উপকূল কোনটি?
উত্তরঃ কন্যাকুমারী

প্রশ্নঃ ভারতে প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে?
উত্তরঃ অরুণাচল প্রদেশ

প্রশ্নঃ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ উইলিয়াম বেন্টিঙ্ক

প্রশ্নঃ কাগজ কোন দেশে আবিষ্কৃত হয়?
উত্তরঃ চীন

প্রশ্নঃ  গৌতম বুদ্ধের শৈশবের নাম কী ছিল?
উত্তরঃ সিদ্ধার্থ

প্রশ্নঃ ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তরঃ রাষ্ট্রপতি

প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়?
উত্তরঃ ভিটামিন এ

প্রশ্নঃ ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তরঃ পাঞ্জাব

প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ রাজিয়া সুলতান

প্রশ্নঃ কার সাহায্যে মাছ নিঃশ্বাস নেয়?
উত্তরঃ গিলস

প্রশ্নঃ ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান কে দিয়েছিল?
উত্তরঃ ভগৎ সিং

প্রশ্নঃ কে ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত?
উত্তরঃ লালা লাজপত রায়।

প্রশ্নঃ মাউন্ট এভারেস্টে দু’বার আরোহণকারী প্রথম মহিলা কে ছিলেন?
উত্তরঃ সন্তোষ যাদব

প্রশ্নঃ ‘ব্রাহ্ম সমাজ’ প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়

প্রশ্নঃ বলুন তো, ভারতের কোন রেল স্টেশনের নাম একই দিনে ৩ বার বদলানো হয়েছিল?
উত্তরঃ হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত হুদা সিটি সেন্টার নামে একটি রেল স্টেশন রয়েছে। এই রেল স্টেশনটি প্রথমে ‘গুরুগ্রাম সিটি সেন্টার’ হিসেবে উল্লেখ করা হয়। এর কিছু সময় পর পরিবর্তন করে ‘মিলেনিয়াম সিটি সেন্টার’ রাখা হয়। শেষবারের মতো রাত ন’টায় এই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় ‘মিলেনিয়াম সিটি সেন্টার গুরুগ্রাম’।