ভারত নয়, তবে এই উন্নত দেশের রাষ্ট্রীয় পশু হল ষাঁড়! উত্তর জানলে অবাক হবেন

পছন্দের চাকরি পাওয়ার জন্য, আমাদের কেবল আরও ভালো বায়োডেটা হলেই কিন্তু চলবে না। বরং জেনারেল নলেজ (General knowledge) সম্পর্কে জ্ঞান থাকা খুবই আবশ্যক। অনেক সময়েই চাকরির পরীক্ষা হোক বা এমনি কোনও পরীক্ষা, জেনারেল নলেজের ওপর যথেষ্ট জোর দেওয়া প্রশ্ন। বিভিন্ন কোম্পানির ইন্টারভিউতে (Interview) জিকে সম্পর্কে যথেষ্ট প্রশ্ন করা হয়। এমনকি অনেক সময়ে দেখা যায়, সোজা প্রশ্ন এমন ঘুরিয়ে ভাবে করা হয় যে অনেকেই প্রশ্ন দিতে গিয়ে হকচকিয়ে পড়েন। এক্ষেত্রে আপনার খুব শান্ত মন দিয়ে উত্তর দিতে হবে তাহলেই চাকরি পেতে পারবেন।

প্রশ্ন ১. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর – সি. রাজাগোপালাচারী।

প্রশ্ন ২. ভারত ও পাকিস্তান বিভাজনের জন্য কোন পরিকল্পনা অবলম্বন করা হয়েছিল?
উত্তর: মাউন্টব্যাটেন প্ল্যান।

প্রশ্ন ৩। ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেন কে?
উত্তর: ভাস্কো-দা গামা।

প্রশ্ন ৪। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়?
উত্তর- ভার্গিস কুরিয়েন।

প্রশ্ন ৫। ভারতের সর্ববৃহৎ চা উৎপাদনকারী রাজ্য কোনটি?
উত্তর- আসাম।

প্রশ্ন ৬। ভারতের শীতলতম স্থান কোনটি?
উত্তর – লেহ।

প্রশ্ন ৭। ভারতের জন্তর মন্তর কোন শহরে অবস্থিত?
উত্তর: দিল্লি।

প্রশ্ন ৮। ভারতের বৃহত্তম চাল উৎপাদনকারী রাজ্য কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গ।

প্রশ্ন ৯। ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর- মুম্বাই।

প্রশ্ন ১০। ভারতে সবুজ বিপ্লবের জনক হিসাবে কে পরিচিত?
উত্তর- এমএস স্বামীনাথন।

প্রশ্ন ১১। বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া।

প্রশ্ন ১২। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: তক্ষশিলা বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ১৩। পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি?
উত্তর- সনাতন ধর্ম।

প্রশ্ন ১৪। কোন দেশ বিশ্বের প্রথম মুদ্রণ মুদ্রা জারি করে?
উত্তর : চীন।

প্রশ্ন ১৫। কোন দেশের রাষ্ট্রীয় পশু হল ষাঁড়?
উত্তরঃ স্পেন।