ভারতের (India) প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোলার হিসেবে নিজের পছন্দের কথা জানিয়েছেন। ভারত, পাকিস্তান (Pakistan) বিশ্বকাপ ম্যাচের আগে গম্ভীরের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন। দুই দলের দুই তারকা বোলারের মধ্যে তুলনা টেনেছেন তিনি। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আর তার আগে এ ব্যাপারে মন্তব্য করেছেন গৌতম।
চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে দুই দল। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জিতেছে ভারত ও পাকিস্তান। দুই দলের একাধিক ক্রিকেটার নজর কেড়েছেন। প্রচুর রান করেছেন উভয় দলের ব্যাটসম্যানরা। বোলাররাও কোনো অংশে কম যান না। বিশেষত যসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন এই ভারতীয় ফাস্ট বোলার। আফগানিস্তানের বিপক্ষে ৩৯ রানে চার উইকেট নিয়ে অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন বুমরাহ। যসপ্রীত বুমরাহর প্রশংসা করে গৌতম গম্ভীর বলেন, ‘ওর এবং শাহিন আফ্রিদির (Shaheen Afridi) মধ্যে বড় পার্থক্য রয়েছে।’
গম্ভীরের কথায়, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মিচেল মার্শকে আউট যসপ্রীত বুমরাহ আউট করেছে। এরপর পরের ম্যাচে ইব্রাহিম জাদরানের উইকেট তুলে নিয়েছে। এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ এবং বিপজ্জনক বোলার যদি কেউ থাকে তবে সে একমাত্র জসপ্রীত বুমরাহ। আমরা আগে জসপ্রীত বুমরাহ এবং শাহিন আফ্রিদির তুলনা করছিলাম, তবে দুজনের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে… বুমরাহ নতুন ও পুরাতন উভয় বলেই সাবলীল।’