‘আমি প্রথমেই বলেছিলাম …’, ফাইনালে টিম ইন্ডিয়ার হারের পর চাঁচাছোলা মন্তব্য গম্ভীরের

রবিবার ২০২৩ বিশ্বকাপ (Cricket World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) কাছে ৬ উইকেটে হেরে যায় ভারত (India)। আর এই পরাজয়ের মধ্য দিয়ে আবারও ভেঙে গিয়েছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ১০ বছরের খরা আর ২০ বছরের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma), কিন্তু কাজের কাজ করতে পারেননি তারা। এবার রোহিতের দল নিয়ে বড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

   

gautam gambhir

টিম ইন্ডিয়ার পরাজয় নিয়ে গৌতম গম্ভীর বলেছেন, ‘আমি আগেই বলেছি, এটা চ্যাম্পিয়ন দল। নজর সব সময় ওপরের দিকে রাখো। অস্ট্রেলিয়াকে অনেক অনেক অভিনন্দন।’ গম্ভীর ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল দেখতে আসেননি বা ধারাভাষ্যপ্যানেলের অংশও ছিলেন না। দিল্লিতে ছট পূজা উপলক্ষে এসেছিলেন গম্ভীর। এই ওপেনার বর্তমানে লিজেন্ডস লিগ ক্রিকেটে ইন্ডিয়া ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি ভিলওয়ারা কিংসের বিপক্ষে ৬৩ রান করলেও শেষ পর্যন্ত হেরে যায় দলটি।

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর রোহিত শর্মা বলেছেন, ‘আগের মতো একই লেভেলে খেলার কথা ভেবেছিলাম। সে সেভাবে ব্যাট করতে পারেনি। আমরা কোথাও না কোথাও ২০ থেকে ৩০ রান কম করেছি। রাহুল ও কোহলি যখন ব্যাটিং করছিলেন, তখন আমরা ভেবেছিলাম ২৭০ থেকে ২৮০ রানের মধ্যে হবে। কিন্তু সেই জুটিকে খুব বেশি দূর যেতে দেয়নি অস্ট্রেলিয়া।’

rohit sharma s

টিম ইন্ডিয়ার পরাজয়ের পর সাংবাদিক সম্মেলনে হতাশ হয়েছিলেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়-সহ লক্ষ লক্ষ ভক্ত। “আমি এখনও আমার ভবিষ্যত নিয়ে ভাবিনি। আমার সমস্ত মনোযোগ কেবল ভারতের জন্য বিশ্বকাপ জয়ের দিকে ছিল।’ একই সঙ্গে দ্রাবিড় রোহিত শর্মা সম্পর্কে বলেন, ‘রোহিত শর্মা অসাধারণ একজন অধিনায়ক। এই অভিযানে প্রচুর সময় এবং শক্তি দিয়েছে। নিজের অধিনায়কত্বে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন তিনি। ব্যাটসম্যান হিসেবে সে সব সময় আমাদের দলকে গতি দিয়েছে।’