ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দল নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করেছে। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন পেসার মহম্মদ শামি। সেই সঙ্গে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। এদিকে ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir) একটি বড় মন্তব্য করেছেন।
ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কিউই দল ২৭৩ রান করতে পেরেছিল। যার পরে দ্বিতীয় ইনিংসে ভারত ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। ২০০৩ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১০৪ বলে ৮টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়া দলের জয়ের পিছনে অধিনায়ক রোহিত শর্মা ৪৬, রবীন্দ্র জাদেজা অপরাজিত ৩৯ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল ২৭ রানের ইনিংসের অবদান রাখেন। নিউজিল্যান্ডের পক্ষে লকি ফার্গুসন নেন সর্বোচ্চ ২ উইকেট।
এদিকে গৌতম গম্ভীর বিরাট কোহলির প্রশংসা করে বিশ্বকাপের সম্প্রচারক টিভি চ্যানেলকে বলেছেন, ‘বিরাট কোহলি অসাধারণ। এই মুহূর্তে তার চেয়ে ভালো ফিনিশার আর কেউ নেই। ফিনিশার সেই ব্যক্তি নন যিনি ৫ বা ৭ নম্বরে ব্যাট করতে নামেন, যিনি দলকে নিশ্চিত জয়ের কাছে পৌঁছে দিতে পারেন তিনিই ফিনিশার।’ ভারতের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বিরাট।এখন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন, মাত্র ৫ রানের জন্য মিস হয়েছে।
নিউজিল্যান্ডের ২ উইকেট ১৯ রানে পড়ে যাওয়ার পর রাচিন রবীন্দ্র (৭৫) ও ড্যারিল মিচেলের (১৩০) সেঞ্চুরি পার্টনারশিপ কিউই দলকে লড়াকু রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। মিচেল ১২৭ বলে ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন। একই সময়ে রবীন্দ্র তার ৮৭ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। ম্যাচ শামি ছাড়াও কুলদীপ যাদব নেন ২টি উইকেট।