আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) বিশ্বকাপ ২০২৩-এর চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। টিম ইন্ডিয়া তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের দিকে নজর রাখবে, অন্যদিকে টিম অস্ট্রেলিয়া রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জিততে চাইবে। এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার এক খেলোয়াড়কে নিয়ে বড় কথা বলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গম্ভীর বিশ্বাস করেন যে এই খেলোয়াড়টি ২০২৩ বিশ্বকাপের সবচেয়ে বড় ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারেন।
ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর মনে করেন, শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ২০২৩ বিশ্বকাপের সবচেয়ে বড় ‘গেম চেঞ্জার’। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে গম্ভীর বলেছেন, “আমার কাছে শ্রেয়াস আইয়ার এই বিশ্বকাপের সবচেয়ে বড় গেম চেঞ্জার। সেমিফাইনালের মতো বড় ম্যাচে ৭০ বল খেলে সেঞ্চুরি করাটা মুখের কথা নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ম্যাক্সওয়েল ও জাম্পা যখন বল করবেন তখন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের জয়ে আইয়ারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নম্বরে ব্যাট করার সময় তিনি শুধু কোহলিকে সাহায্যই করেননি, দ্রুত রানও করেছেন যাতে রান রেটের জন্য কোহলির ওপর খুব একটা চাপ না পড়ে। আইয়ার মাত্র ৭০ বলে ৪ টি চার ও ৮ টি ছক্কার সাহায্যে ১০৫ রান করেন। বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে টুর্নামেন্টের শেষ লিগ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি করে ১২৮ রানের বড় ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসে ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন।
২০২৩ বিশ্বকাপে রোহিত শর্মা (৫৫০) ও বিরাট কোহলির (৭১১) পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রেয়াস আইয়ার। ১০ ম্যাচে ৫২৬ রান করেছেন তিনি। এই সময়ের মধ্যে ২টি সেঞ্চুরিও করেছেন। একই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৭ নম্বরে রয়েছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে ৭১১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি।
কুড়ি বছর আগে ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিল অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে এখন ভারতের সামনে নিজের ঘরের মাঠে ইতিহাস সৃষ্টি ও প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ এসেছে। শেষবার ২০১১ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। একই সঙ্গে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল দলটির শেষ আইসিসি শিরোপা।