ক্ষতি মাস্কের, আনন্দে লাফাচ্ছেন আদানি! এক খবরে বিপুল সম্পদ বাড়ল ভারতীয় ধনকুবেরের

সংকট কেটে গিয়েছে আদানি গ্রুপের (Adani Group)। অন্তত হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ হওয়ার পর যে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় আদানিদের, সেখান থেকে ফিরে এসে যোগ্য জবাব দিয়েছে সংস্থাটি। বিগত দুই সপ্তাহ ধরেই আদানি গ্রুপের শেয়ার লাগাতার বেড়েছে। আর একইসাথে সম্পদ বেড়েছে গৌতম আদানিরও (Gautam Adani)।
গত দুই সপ্তাহে গৌতম আদানির সম্পদের পরিমাণ বেড়েছে ব্যাপকহারে। আদানি গ্রুপের মার্কেট ক্যাপ বাড়ার সাথে সাথেই বেড়েছে গৌতম আদানির নেট ওয়ার্থ । এরফলে বিশ্বজুড়ে বিলিয়নেয়ারদের তালিকায় তার র্যাঙ্কিংও বেড়েছে। বিলিয়নিয়ারদের অবশ্য ওঠাপড়া লেগেই রয়েছে কিন্তু এবার তালিকায় বেশ বড় পরিবর্তন আসতে চলেছে।
গৌতম আদানি বাজারে কামব্যাক করলেও বিশ্বের দ্বিতীয় সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk) বড়সড় ধাক্কা খেয়েছেন। এক দিনেই তার সম্পদের পরিমাণ কমেছে ৫.৯ বিলিয়ন ডলার। একের পর এক ধাক্কা খাওয়ার কারনে টেসলার মালিক বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হওয়ার তালিকায় বেশ পিছিয়ে পড়েছেন।
বৃহস্পতিবার গৌতম আদানির জন্য আবার খুশির দিন ছিল, কারণ গৌতম আদানির নেট ওয়ার্থ বিপুল পরিমাণ বৃদ্ধি পায় এদিন। ফোর্বস বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, একদিনেই গৌতম আদানির সম্পদ বেড়েছে ১৩৩ মিলিয়ন ডলার। একইসাথে ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার সূচকে ২৫ নম্বরে পৌঁছেছেন গৌতম আদানি।
বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ রয়েছে ৫৫.৪ বিলিয়ন ডলার। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আদানি বর্তমানে ২১ নম্বর স্থানে রয়েছেন। তবে শীঘ্রই যে আরো একবার শীর্ষ ১০ এ তাকে দেখা যাবে সেবিষয়ে নিশ্চিৎ বিশেষজ্ঞরা।