আমেরিকান গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) রিপোর্ট আসার পর থেকেই আদানি গ্রুপের (Adani Group) শেয়ারের দাম বেশ কমতে শুরু করে। এরপর আদানি গ্রুপ ড্যামেজ কন্ট্রোল করতে শুরু করে। বিভিন্ন জায়গায় নেওয়া ঋণ ফেরৎ দেওয়া থেকে শুরু করে নানান রোডশো এর প্রভাব পড়ছে শেয়ারের দামের ওপর। রকেট গতিতে যেমন শেয়ারের দাম পড়েছিল, সেরকমই রকেট গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে দাম।
যে আমেরিকা থেকে তার জন্য খারাপ খবর এসে পৌঁছায়, সেই আমেরিকা থেকেই সুখবর এসেছে তার জন্য। ২ মার্চ US-ভিত্তিক সম্পদ ব্যবস্থাপক GQG Partners (GQG) আদানি গ্রুপের ৪ সংস্থায় ১৫,৪৪৬ কোটি টাকা বিনিয়োগ করে শেয়ার কিনেছে। বিনিয়োগকারীদের আস্থা না থাকার সময় এই ডিল যেন অক্সিজেন যোগাল সংস্থাটিকে। আদানি গ্রুপ এবং GQG গ্রুপ, উভয়েই বেশ লাভবান হবে এই চুক্তি থেকে।
এর আগে জিকিউজি গ্রুপের সিইও রাজীব জৈন জানান যে, তিনি আদানি গ্রুপের হয়ে বাজি লড়তে চান। এবং সেইমত ১৫৪৪৬ কোটি টাকার ব্লকডিল হয়েছে তার এবং গৌতম আদানির (Gautam Adani) মধ্যে। মোট ৪টি সংস্থায় বিনিয়োগ করেছে তারা। এর মধ্যে আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের ৩,৮৭,০১, ১৬৮টি শেয়ারের বিনিময়ে ৫৪৬০ কোটি টাকার চুক্তি হয়েছে।
এছাড়া আদানি পোর্ট ও SEZ-এর ৮,৮৬,০০, ০০০টি শেয়ারের বিনিময়ে ৫,২৮২ কোটি টাকা এবং আদানি ট্রান্সমিশনের ২,৮৪,০০,০০০টি শেয়ারের বিনিময়ে ১৮৯৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আর আদানি এনার্জির ৫,৫৬,০০, ০০০টি শেয়ারের বিনিময়ে ২,৮০৬ কোটি টাকার চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির ফলে দুই সংস্থাই বেশ লাভবান হবে।
এই চুক্তির ফলে আদানি তার নেওয়া ঋণ মেটাতে পারবেন এবং নগদ ক্যাশ ফ্লোও বাড়বে তার। চুক্তি সম্পর্কে আদানি গ্রুপের চিফ ফাইন্যান্স অফিসার জুগেসিন্দর সিং জানান যে, আমরা আমাদের পরিকাঠামো, ইতিবাচক শক্তি এবং বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে সফল হয়েছি। যদিও এই চুক্তিতে মোট ৭৬% এর বিশাল ছাড় পেয়েছে GQG গ্রুপ।
যেখানে আদানি এন্টারপ্রাইজের সর্বোচ্চ মূল্য ছিল ৪১৯০ টাকা, সেখান এই লেনদেনের ফলে ৬৭ শতাংশ ছাড়ের সাথে ১৪১০ টাকায় শেয়ার কিনেছে কোম্পানি। আদানি পোর্টের শেয়ারে ৪০% ছাড়, আদানি ট্রান্সমিশনে ৮৫% ছাড় এবং আদানি গ্রীন এনার্জিতে ৮৪% এর বড় ছাড় পেয়েছে GQG গ্রুপ। উল্লেখ্য সংস্থাটির সিইও রাজীব জৈনের স্টক গুলোর মধ্যে রয়েছে ITC, HDFC, RIL, ICICI, SBI, Infosys, Tata এর মতো কিছু বড় নাম। এবার সেখানে আদানি গ্রুপও সংযুক্ত হলো।