ধনীদের তালিকায় আদানি পরিবারের আরেক সদস্য, একলাফে ৬ নম্বরে বিনোদ! চেনেন এনাকে?

মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) হারিয়ে ভারতের শীর্ষ ধনীর আসন ছিনিয়ে নেন গৌতম আদানি (Gautam Adani)। আর এখন তিনি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। এই খবরে অনেকেই বিস্মিত হয়ে যান। এই নিয়ে চলতে থাকে দেদার আলোচনা। কিন্তু এবার আদানিকেও হারিয়ে দিতে চলেছেন ইনি, জানেন কার কথা বলছি?
এক বছরে বিরাট উত্থান হয়েছে গৌতম আদানির। কিন্তু এবার তাকেই হারিয়ে দিতে পারেন আরো একজন। আসলে সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রবাসী ভারতীয় ধনীদের তালিকা। সেখানে ষষ্ঠ স্থানে দেখা যাচ্ছে আরও এক আদানি পরিবারেরই সন্তান। তিনি গৌতম আদানির ভাই বিনোদ শান্তিলাল আদানি (Vinod Adani)।
IIFL ওয়েলথ হিউরান ইন্ডিয়া রিচ লিস্ট, ২০২২ এর নয়া যে তালিকা প্রকাশ হয়েছে সেখান থেকেই জানা যাচ্ছে এই তথ্য। যেখানে ২০১৮ সালে তিনি ছিলেন ৪৯ নম্বর স্থানে, আজ তিনি রয়েছেন ষষ্ঠ পজিশনে। বর্তমানে গৌতম আদানির ভাইয়ের মোট সম্পত্তি রয়েছে ১ লক্ষ ৬৯ হাজার কোটি টাকার। আর মাত্র ৫ বছরই তা বেড়েছে ৯.৫ শতাংশ।
এদিকে বিনোদ শান্তিলাল আদানির থেকে বেশি সম্পদ বাড়িয়েছেন গৌতম আদানি। তিনি ৫ বছরে নিজের সম্পত্তি বাড়িয়েছেন ১৫.৪ শতাংশ। কিন্তু ২০২১ সালে বিনোদের সেই লাভ ঝাঁপ দিয়েছে একেবারে ২৮ শতাংশে। এক বছরে বেড়েছে ৩৬ হাজার ৯৬৯ কোটি টাকা। হিসেব করলে দেখা যায় যে, এই সময়ে প্রত্যেকদিন ১০২ কোটির সম্পদ বেড়েছে বিনোদের।
কে এই বিনোদ শান্তিলাল আদানি : ১৯৭৬ সালে মুম্বাইতে ভিয়ান্ডির পাওয়ার লুম্বস থেকে শুরু হয় তার কর্মজীবন। পরবর্তীতে তিনি প্রথমে সিঙ্গাপুর আর এরপর দুবাইতে নিজের ব্যবসা শুরু করেন। বর্তমানে তার তেল থেকে অ্যালুমিনিয়াম সহ একাধিক দ্রব্যের বৃহৎ ব্যবসা রয়েছে।
যেভাবে মুকেশ আম্বানিকে হারিয়ে গৌতম আদানির উত্থান হয়েছে ঠিক একইরকমভাবে কি এবার গৌতম আদানির ভাই তাকে হারিয়ে দেবে? ইতিমধ্যেই এই নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে।