বিশ্বের তৃতীয় শ্রেষ্ঠ ধনকুবের হলেন গৌতম আদানি! এক বছরের আয়ে ছাড়িয়েছেন ইলন মাস্ককেও

একের পর এক হার্ডল পেরিয়ে সারা বিশ্বে নিজের নাম প্রতিষ্ঠিত করছেন বিশ্বখ্যাত ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি (Gautam Adani)। মাত্র কয়েকদিন আগেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস কে হারিয়ে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির স্থান দখল করেছিলেন। এবার সেখান থেকে আরেক ধাপ উন্নীত হয়ে পৃথিবীর তিন নম্বর ধনী ব্যক্তি হয়েছেন তিনি।

মাত্র এক বছর আগেও ভারতের বাইরে হয়তো আদানির নাম অনেকেই শোনেনি। কিন্তু আজ তাকে একডাকে চেনে সারাবিশ্ব। এবার চতুর্থ স্থান থেকে আরেক ধাপ এগিয়ে ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট কে হারিয়ে তৃতীয় স্থানে উন্নীত হয়েছেন গৌতম আদানি। তার সামনে এখন কেবল জেফ বেজোস এবং ইলন মাস্ক। এই প্রথম ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স এর শীর্ষ তিন ধনী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন কোনো এশিয়ান।

গৌতম আদানির বর্তমান সম্পদের পরিমাণ ১৩৭.৪ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা বার্নার্ড জিন ইতিয়েন আর্নাল্টকে হারিয়ে দিয়েছেন। প্রসঙ্গত বার্নার্ড আর্নাল্ট একজন ফরাসি ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং শিল্প সংগ্রাহক। তিনি বিলাসবহুল কোম্পানি LVMH Moët Hennessy – Louis Vuitton SE-এর সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। মাত্র ৬০ বছর বয়সেই আদানির এই প্রাপ্তি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে গত মাসে ৬০ বছর বয়সী এই ভারতীয় ধনকুবের ১১৩ বিলিয়ন ডলারের সাথে বিল গেটসকে হারিয়ে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন। ২০২২ সালেই গৌতম আদানির সম্পদের বৃদ্ধি হয় ৬০.৯ বিলিয়ন ডলার। যা বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের চেয়েও বেশি।

gautam adani kids

আসলে গৌতম আদানি গত কয়েক দশক ধরে তার কয়লা ব্যাবসা থেকে শুরু করে বন্দর ব্যাবসা সমস্তটাই দারুণভাবে প্রসারিত করেছেন। সাথে তাকে যোগ্য সঙ্গত দিয়েছে তার ডেটা সেন্টার ব্যবসা, সিমেন্ট, মিডিয়া ইত্যাদি সমস্ত ব্যবসাই। বর্তমানে আদনি গোষ্ঠী ভারতের বৃহত্তম বন্দর, বৃহত্তম বিমান বন্দর অপারেট করছে। সেই সাথে আদানি গ্রুপ বিভিন্ন শহরে গ্যাস পরিষেবাও দিয়ে থাকে আর দেশের বিভিন্ন কয়লা খনিও রয়েছে তার নামে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button