মুখ থুবড়ে পড়লেন গৌতম আদানি! মাত্র এক সপ্তাহেই বড়সড় ধাক্কা খেলেন ভারতীয় ব্যবসায়ী

মাত্র কয়েকদিন আগের কথা, ভারতীয় শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) বিশ্বের সেরা ধনীর তালিকায় তিন নম্বর স্থানে পৌঁছান। সারা বিশ্বেই হেডলাইন পড়ে যে, এক ভারতীয় বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে তৃতীয় স্থানে পৌঁছেছেন। কিন্তু লেটেস্ট ডেটা অনুযায়ী আবারো তিনি পৌঁছে গিয়েছেন চতুর্থ স্থানে। চলুন দেখে নিই তাহলে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা।
মাত্র কয়েকদিন আগেই ১৪৬.৫ বিলিয়ন ডলারের সাথে ফরাসি বিলিয়নেয়ার বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়েছিলেন গৌতম আদানি। কিন্তু এরপর লম্বা ঝাঁপ দিয়েছেন আর্নল্ট। একেবারে চতুর্থ স্থান থেকে পৌঁছেছেন দ্বিতীয় স্থানে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১৫৬.৫ বিলিয়ন ডলার।
আদানিকে ১০ বিলিয়ন ডলারের পার্থক্যে পিছনে ফেলে দিয়ে বার্নার্ড আর্নল্ট এখন জেফ বেজসকেও হারিয়ে দিয়েছেন। নয়া তালিকা অনুযায়ী আদানি রয়েছেন চতুর্থ স্থানে। তবে ভারতীয় এই বিলিয়নিয়ার যেভাবে মাত্র এক বছরে নিজের সম্পদ বাড়িয়েছেন তাতে অবাক হয়েছেন অনেকেই। তাই শীঘ্রই তিনি যদি ইলন মাস্ককে টক্কর দেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এখনো সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ২৫০.৫ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থান থেকে এখন তৃতীয় স্থানে পৌঁছেছেন জেফ বেজোস। তার বর্তমান সম্পদের পরিমাণ ১৫১.৩ বিলিয়ন ডলার। তবে বেজসকে শীঘ্রই ছাড়িয়ে যেতে পারে আদানি। মাত্র ৪.৮ বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে গৌতম আদানি আর জেফ বেজসের।
বহুদিন ধরে শীর্ষ ধনী ব্যক্তির শিরোপা থাকার পর এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম ধনী হয়েছেন বিল গেটস। তার বর্তমান সম্পদের পরিমাণ ১০৬.৩ বিলিয়ন ডলার। এরপর ষষ্ঠ স্থানে ১০৬ বিলিয়ন ডলারের সাথে রয়েছেন ল্যারি এলিসন। ওয়ারেন বাফেট তার ৯৬.৭ বিলিয়ন ডলারের সাথে সপ্তম স্থানে আছেন এখন।
মুকেশ আম্বানি কত স্থানে রয়েছেন : বহুদিন ধরে ভারতের শীর্ষ ধনীর খেতাব ছিল মুকেশ আম্বানির কাছে। এখন সেই খেতাব ছিনিয়ে নিয়েছেন গৌতম আদানি। ৯১.৯ বিলিয়ন ডলার নিয়ে মুকেশ আম্বানি রয়েছেন নবম স্থানে।