শাহরুখ যদি অন্য মেয়ের সঙ্গে থাকতে চায় তাহলে কী করবেন! গৌরীর উত্তর শুনে ‘হাঁ” সবাই

হলিউড হোক বা বলিউড, বিনোদনের দুনিয়াতে সম্পর্ক গুলো একেবারে কাঁচের মতোই ঠুনকো। কখন আছে আর কখন নেই বোঝা মুশকিল। তবে বলিউডে এখনো এমন জুড়ি আছে যারা এখনো পর্যন্ত এই রকম কোনো অপবাদ গায়ে লাগান নি। ভালোবাসা আর সম্মানই তাদের কাছে সমস্তটা। এমন জুড়ির কথা বললে সর্বাগ্রে নাম আসবে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং গৌরী খানের (Gauri Khan)।
শাহরুখ আর গৌরী সাতপাকে বাঁধা পড়েন সেই ১৯৯১ সালে। রোম্যান্সের নায়ক শাহরুখ তার সহধর্মিণীর সাথে জীবনের চড়াই উৎরাইতে কোনোদিনই পিছু হটেননি। দীর্ঘ সফরে একে অপরকে সাহায্য করেই এগিয়ে গিয়েছেন দুজনে। আজ ৩০ বছর হয়ে গেল একে অপরকে ভালোবেসে প্রেমের বন্ধনে জড়িয়ে রয়েছেন।
শাহরুখ এর বলিউড সফর শুরুর থেকেই একে অপরের পাশে রয়েছেন তারা। গৌরী নিজেও একজন নামী ইন্টিরিয়র ডিজাইনার। সফর একসাথে শুরু করেছিলেন আর তা আজও সফলভাবে এগিয়ে চলেছে। তাদের প্রেম এবং সম্পর্কের সমীকরন আজও বলিউডের অনেক তরুণ জুটির কাছে আদর্শ।
এদিকে শাহরুখ বলিউডের কিং খান। ভারত তো বটেই, সারা বিশ্বের রমনীমহলে তার খ্যাতি অত্যন্ত ঈর্ষনীয়। তাই বিয়ের ৩০ বছর পরেও কি একে অপরের উপর পূর্ন বিশ্বাস রেখেছেন? এছাড়া অনেকে এও প্রশ্ন করেন যে, কখনো কি স্বামীকে নিয়ে চিন্তায় বা নিরাপত্তাহীনতায় ভোগেন গৌরী? নিজেই অবশ্য সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি।
বছর খানেক আগে কথা, বলিউডের স্টারকাস্টদের সিনেমা প্রোমোটার শো কফি উইথ করণ-এ এসেছিলেন শাহরুখ পত্নী গৌরী। সাথে ছিলেন সুজান খান। করণ প্রশ্ন করেছিলেন যে, শাহরুখ যখন সুন্দরী মেয়েদের সঙ্গে দেখা করেন, একসঙ্গে কাজ করেন তখন কি কোনরকম নিরাপত্তাহীনতায় ভোগেন গৌরী? গৌরী খানের উত্তর শুনলে অবাক হবেন আপনিও।
শাহরুখ-পত্নি করণকে জবাব দেন যে, এই ধরণের প্রশ্ন শুনলেই তাঁর অত্যন্ত রাগ উদ্রেক হয়। এছাড়া তিনি এও জানান যে, গৌরী প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় জানান যে, যদি শাহরুখ অন্য কাউকে খুঁজে পায় তাহলে যেন তিনিও অন্য কাউকে পেয়ে যান নিজের জন্য। আর তিনি এটাও প্রার্থনা করেন, নতুন সঙ্গী যেন হ্যান্ডসাম হয়। গৌরীর কথায়, “শাহরুখ যদি অন্য কারোর সঙ্গে থাকার কথা ভাবে, তাহলে আমিও ওর সঙ্গে থাকতে চাই না। আমি স্পষ্ট বলব, আমিও অন্য কারোর সঙ্গে থাকব।”