সকল অপেক্ষার অবসান, অবশেষে বাবা-মা হলেন টলিউডের জনপ্রিয় দম্পতি ও অভিনেতা, অভিনেত্রী গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। আজ শনিবার দুজনের কোল আলো করে এল এক ফুটফুটে সন্তান। সম্প্রতি সাধ খেয়েছিলেন চক্রবর্তী পরিবারের বধূ ঋদ্ধিমা। সেই সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
তখন থেকে তাঁদের অনুরাগীরা দাবি করছিলেন যে কোনও সময়ে হাসপাতালে যেতে হতে পারে ঋদ্ধিমাকে। আর হলও তাই। বেশ কিছুদিন ধরেই নিজেদের সন্তান আসার অপেক্ষায় দিন গুনছিলেন গৌরব-ঋদ্ধিমা সহ গোটা চক্রবর্তী পরিবার। নববর্ষের মতো শুভ দিনে এই দম্পতি নিজেদের সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই সকলেই অপেক্ষা করছিলেন আজকের দিনটার। অবশেষে হল সকল অপেক্ষার অবসান।
জানা গিয়েছে, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আজ এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গৌরব পত্নী ও জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা। এদিকে ঘরে আরও এক সন্তান আসায় বেজায় খুশি চক্রবর্তী পরিবার। ‘ফেলুদা’ খ্যাত সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) ও মিঠু চক্রবর্তীর দুই সন্তান। এক গৌরব ও অন্যজন হল অর্জুন। এর আগেই অর্জুন পত্নী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। এবার মিলল আরও এক সুখবর। এবার গৌরবের ঘরে এল ফুটফুটে পুত্র সন্তান। এদিকে এই দুটি প্রাণকে নিয়ে বেজায় খুশি চক্রবর্তী ও ঘোষ পরিবার।
একপ্রকার আহ্লাদে আটখানা হয়েছেন সকলেই। গতকাল শুক্রবারই ইনস্টাগ্রামে গৌরব ও ঋদ্ধিমা মেটারনিটি শুটের কিছু ঝলক শেয়ার করেন। সেখানে ঋদ্ধিমা লেখেন, ‘অধীর আগ্রহে এই শিশুটির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি।‘