বিদ্যুৎ বিল থেকে RBI-র নিয়ম পর্যন্ত, আজই হচ্ছে এই ১০টি বড় বদল! প্রভাব পড়বে আপনার পকেটে

শুরু হয়েছে উৎসবের মরশুম। আজ দুর্গাপুজোর মহাষষ্ঠী, আর আজ থেকেই দেশে 10 টি বড় পরিবর্তন ঘটতে চলেছে। বিদ্যুতের ভর্তুকি বাদ থেকে শুরু করে ডেবিট এবং ক্রেডিট কার্ডে পেমেন্ট বা মিউচুয়াল ফান্ড এবং অটল পেনশন যোজনা, সবেতেই কিছু না কিছু পরিবর্তন আসছে ১ অক্টোবর থেকে। আর এসবের প্রত্যক্ষ প্রভাব পড়বে আপনার দৈনন্দিন জীবনের ওপর।

দেখে নিন দেশের ১০ মহা পরিবর্তন

১) বন্ধ হতে চলেছে বিনামূল্যের বিদ্যুৎ : দিল্লিতে কেজরিওয়াল সরকার বিনামূল্যে বিদ্যুৎ বিলি করছিলেন। কিন্তু এবার থেকে সেই সুবিধা বন্ধ হতে চলেছে। দিল্লি সরকার জানায় সে, গত 30 শে সেপ্টেম্বর এর পর থেকে আর কেউই ফ্রীতে বিদ্যুৎ পাবেন না।

২) GRAP এবং দিল্লি সরকারের শীতকালীন কর্ম পরিকল্পনা : শীতকাল আসতে চলেছে৷ এই সময়ে Delhi-NCR এ বায়ুদূষণ বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে যায়। এবার সেই দূষণের বিরুদ্ধে তৈরি করা হবে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)। এই পরিকল্পনার আওতায় দূষণ বাড়াতে সহায়ক সমস্ত কাজ নিষিদ্ধ করেছে প্রশাসন। আর তার ফলে দিল্লিতে বন্ধ হবে ট্রাকের প্রবেশ। শুধুমাত্র প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক আসতে পারবে। এমনকি শিল্প-কারখানাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

৩) ডেবিট এবং ক্রেডিট কার্ড সম্পর্কিত নিয়ম পরিবর্তন : আজ থেকে, ডেবিট এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। RBI জানায় যে, ১ অক্টোবর থেকে টোকেনাইজেশন সিস্টেমে পরিবর্তনের পর থেকে কার্ডধারীরা পেমেন্ট করার ক্ষেত্রে একটি নতুন অভিজ্ঞতা পেতে চলেছেন। অনলাইন জালিয়াতি রুখতে এবার থেকে কার্ডে পেমেন্ট করার সময় একটি টোকেনের মাধ্যমে পেমেন্ট করতে হবে আপনাকে।

৪) মিউচুয়াল ফান্ডের নিয়মে পরিবর্তন : যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন তাদের ক্ষেত্রে স্টকের ওপর মনোনয়নের বিশদ বিবরণ দেওয়া আবশ্যক হয়ে পড়েছে। যারা এই কাজ করতে ব্যার্থ হবেন তাদের নিজস্ব একটি ঘোষণা করতে হবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে এই ব্যাপারটা তাহলে অবশ্যই মাথায় রাখবেন।

৫) বদল আসছে অটল পেনশন যোজনাতে : এবার অটল পেনশন যোজনায় বড়সড় পরিবর্তন করেছে সরকার। আপনি যদি আয়করের আওতায় আসেন তাহলে আর আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। সরকার আগেই জানায় যে, 1 অক্টোবর, 2022 এর পরে, কোনও করদাতা আর অটল পেনশন যোজনায় যোগদানের যোগ্য হবেন না। এতদিন যদি কোন করদাতা এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে তাদের সমস্ত টাকা ফেরত দেওয়া হবে।

৬) ডিম্যাট অ্যাকাউন্টের নিয়মে বড় পরিবর্তন আসবে : এবার আপনার ডিম্যাট অ্যাকাউন্টও আগের থেকে আরও সুরক্ষিত হয়ে উঠেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) সিদ্ধান্ত অনুসারে, 30 শে সেপ্টেম্বরের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্টে Dual Factor Authentication করা অত্যাবশ্যক।

৭. একাধিক ট্রেনের সময় পরিবর্তন হয়ছে : ভারতীয় রেলওয়ে আজ থেকে একাধিক গুরুত্বপূর্ন ট্রেনের সময় পরিবর্তন করেছে। নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যাবে সেগুলি। ট্রেনের তালিকা নিম্নরূপ-

A. ট্রেন নম্বর 12412, অমৃতসর-চণ্ডীগড় ইন্টারসিটি এখন থেকে 17:20 এর পরিবর্তে 17:05 মিনিটে ছাড়বে।

B. ট্রেন নং 22918, হরিদ্বার-বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেস এবার থেকে 17:30-এর পরিবর্তে 10 মিনিট আগে 17: 20-তে ছাড়বে৷

C. ট্রেন নম্বর 12912, হরিদ্বার – ভালসাদ এক্সপ্রেস তার নির্ধারিত সময় 17:30 এর পরিবর্তে 17:20 তে ছাড়বে।

D. ট্রেন নং 12172, হরিদ্বার লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস এবার থেকে 17:30 এর নির্ধারিত সময়ের পরিবর্তে 17:20 তে ছাড়বে।

E. ট্রেন নম্বর 15002, দেরাদুন-মুজাফফরপুর এক্সপ্রেস 15:20 এর পরিবর্তে 15:15 তে ছাড়বে।

F. ট্রেন নম্বর 15006, দেরাদুন-গোরখপুর এক্সপ্রেস 15:20 এর পরিবর্তে 15:15 এ ছাড়বে।

G. ট্রেন নম্বর 12018, দেরাদুন-নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস এবার থেকে 16:55 টায় ছাড়বে।

H. ট্রেন নম্বর 12402, দেরাদুন-কোটা নন্দা দেবী এক্সপ্রেস 22:50 এর পরিবর্তে ছাড়বে 22:45 এ

৮. 5G পরিষেবা শুরু হচ্ছে : এবার দেশে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত 5G পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই এই শুভারম্ভ হতে চলেছে। এখন কিছু শহরে হলেও আগামীতে দেশের সমস্ত জায়গাতেই শুরু হতে চলেছে 5G পরিষেবা।

৯. দাম বাড়বে গাড়িরঃ সমস্ত কোম্পানির ক্ষেত্রে নয়, শুধু অটো কোম্পানি ভক্সওয়াগেনের গাড়ির দাম আজ থেকে বাড়তে চলেছে। জানা যাচ্ছে যে, এবার থেকে তাদের সমস্ত গাড়ির দাম 2 শতাংশ বাড়তে চলেছে।

১০. বাড়তে চলেছে সুদের হার : প্রতি 3 মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদ পর্যালোচনা করে সরকার। এবার সরকার সিদ্বান্ত নিয়েছে যে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এর সুদ বাড়ানোর।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button