আর কিছুদিন পরেই শেষ হতে চলেছে সেপ্টেম্বর (September) মাস। এরপরেই নতুন মাস অর্থাৎ অক্টোবর (October) মাস চলে আসবে। এদিকে নতুন মাস মানেই নতুন নতুন কিছু জিনিসের উদ্ভাবনা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকে অর্থ সম্পর্কিত অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে বলে খবর।
আর এই কিছু নিয়মের পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। এই নিয়মগুলো সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। যদি তা না হয়, তাহলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আজ আমরা আপনাকে ১ অক্টোবর থেকে ঘটতে যাওয়া এই পরিবর্তনগুলি সম্পর্কে তথ্য দিতে চলেছি, যাতে করে নতুন মাসে আপনার কোনো ধরনের সমস্যা না হয়। বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।
যেমন প্রথমেই আসা যাক ২০০০ টাকার নোটের কথায়। RBI থেকে ২০০০ টাকা ইস্যু করা বন্ধ হয়ে গিয়েছে। এমনকি আপনার কাছে যদি অক্টোবর মাসেও এই ২০০০ টাকা থেকে গিয়ে থাকে তাহলে আপনার কিন্তু চরম বিপদ হতে পারে। কারণে অক্টোবর মাস থেকে ২০০০ টাকার নোট আর বাজারে চলবে না । ফলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনিও দ্রুত ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট জমা দিয়ে আসুন।
এখন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। পিপিএফ, এসএসওয়াই, পোস্ট অফিস স্কিম ইত্যাদিতে আধার তথ্য প্রবেশ করা প্রয়োজন। আপনি যদি এটি না করেন তবে অবিলম্বে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যান এবং লিঙ্ক করিয়ে নিন। সামনের মাসে অর্থাৎ অক্টোবর মাসে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আপনিও যদি অক্টোবর মাসে বিমানে ভ্রমণ করতে যান তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। জানা যাচ্ছে, আগামী ১ অক্টোবর থেকে বিদেশ ভ্রমণ ব্যয়বহুল হতে চলেছে।আপনাকে ৭ লক্ষ টাকা পর্যন্ত ট্যুর প্যাকেজের জন্য ৫ শতাংশ TCS দিতে হবে। শুধু টাই নয়, ৭ লক্ষ টাকার উপরে ট্যুর প্যাকেজের জন্য ২০ শতাংশ TCS দিতে হবে। সামনের মাসে গ্যাস, সিএনজি, পিএনজি, এটিএফ-এর দামে বিরাট পরিবর্তন ঘটতে পারে। এছাড়াও বার্থ সার্টিফিকেটের গুরুত্ব বাড়ছে অক্টোবর থেকে।