১ জুন থেকে বদলে যাচ্ছে LPG সহ এই তিন জিনিসের দাম! বিপদে পড়ার আগে হন সতর্ক

নতুন মাস আসতে আর মাত্র কয়েকটা দিন। নতুন মাস অর্থাৎ জুন মাসকে ঘিরে অনেকেরই অনেক পরিকল্পনা আছে নিশ্চয়ই? কিন্তু ১ জুন থেকে কিছু নিয়মে বদল ঘটতে চলেছে সেটা কি জানেন? কী কী বিষয়ে আমুল বদল ঘটতে চলেছে তা জানতে এই প্রতিবেদনটিতে চোখ রাখুন।
প্রতি মাসের প্রথম দিনে দেশে অনেক পরিবর্তন আসে। ঠিক তেমনভাবেই ২০২৩ সালের ১ জুন থেকে অনেক পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলতে চলেছে বলে খবর। এহেন অবস্থায় আপনাকে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য এই প্রতিবেদনটিতে আপনার চোখ রাখা জরুরি।
সিএনজি-পিএনজি দাম
প্রতি মাসের প্রথম বা প্রথম সপ্তাহে সিএনজি এবং পিএনজির দাম পরিবর্তিত হয়। দিল্লি এবং মুম্বাইয়ে পেট্রোলিয়াম কোম্পানি মাসের প্রথম সপ্তাহে গ্যাসের দাম পরিবর্তন করে। জুনের শুরুতে সিএনজি ও পিএনজির দাম পরিবর্তন হতে পারে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে দিল্লিতে সিএনজি ও পিএনজির দাম জাতীয় রাজধানী দিল্লিতে কমানো হয়। এদিকে আশঙ্কা করা হচ্ছে, সিএনজি-পিএনজি’র দাম জুনে পরিবর্তিত হতে পারে।
গ্যাস সিলিন্ডারের দাম
প্রতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের দামও পরিবর্তিত হয়। গত এপ্রিলে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম ৯২ টাকা পর্যন্ত কমিয়েছিল। মে মাসেও এলপিজি সিলিন্ডারের দাম ব্যাপকভাবে কমানো হয়েছিল। গত ১ মে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়। এই হ্রাসের পরে রাজধানী দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ১,৮৫৬.৫০ টাকায়। এটি ১৭১.৫০ টাকা কমানো হয়েছে।
এর আগে দিল্লিতে এর দাম ছিল ২,০২৮ টাকা। টানা দ্বিতীয় মাসের মতো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এই সিলিন্ডার দোকানে ব্যবহার করা হয়। তবে বাড়িতে ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এটি সর্বশেষ ১ মার্চ ৫০ টাকা বাড়ানো হয়েছিল।
ইলেক্ট্রিক গাড়ির দাম বাড়ছে
২০২৩ সালের ১ জুন থেকে ভারতে ইলেক্ট্রিক দু’চাকার গাড়ির দাম বাড়তে চলেছে। গত ২১ মে জারি করা গেজেট নোটিফিকেশন অনুযায়ী, ভারী শিল্প মন্ত্রক ফেম-২ ভর্তুকির পরিমাণ ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা প্রতি কিলোওয়াট করেছে। এই কারণে, বেশিরভাগ বৈদ্যুতিক যানবাহনের দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।