কেন আমাকে নিয়েই জলঘোলা! ভাঙা মনে প্রশ্ন সৌরভের, ক্ষুব্ধ হয়ে প্রথমবার খুললেন মুখ

ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India) বা BCCI-এর প্রাক্তন সভাপতি ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) ত্রিপুরার (Tripura) পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর এরপর থেকেই শুরু হয়েছে যত বিতর্ক।

সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা জানান, “আমরা সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিয়েছিলাম, যা তিনি গ্রহণ করেছেন।“ মানিক সাহা সৌরভ গাঙ্গুলির সঙ্গে টেলিফোনেও কথা বলেছেন।

এদিকে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে বাংলায় যথাযথ সম্মান না পেয়ে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় যোগ্য সম্মান পেয়েছেন সৌরভ। তবে তাঁকে নিয়ে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে সেটা নিয়ে মোটেই খুশি নন সৌরভ।

তিনি প্রায় আক্ষেপের সঙ্গেই বলেন, ‘আমার সবকিছুর সঙ্গে রাজনীতি কেন জুড়ে দেওয়া হচ্ছে? ত্রিপুরা থেকে আমার কাছে একটা অফার এসেছিল। কিন্তু আমার একটা প্রশ্ন, সবকিছুতে কেন রাজনীতি যোগ করা হচ্ছে? শচীন কেরালাতে রয়েছে, শাহরুখ কলকাতাতে রয়েছে, গুজরাটের সঙ্গে যুক্ত রয়েছেন অমিতাভ বচ্চন, এম এস ধোনি ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাহলে কেন আমার সঙ্গেই সব সময় রাজনীতির যোগ খোঁজা হয়? এটা আমার কাছে খুবই বেদনাদায়ক একটা বিষয়।‘ সৌরভের এই বয়ানে তাঁর অনুগামীরাও হতাশ হয়েছেন।

প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার পরে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “আমরা রাজ্যে পর্যটন বাড়াতে চাই। ত্রিপুরায় এমন অনেক জায়গা রয়েছে যেগুলি পর্যটকদের পরিদর্শন করা উচিত। গোটা বিশ্ব সৌরভ গাঙ্গুলিকে চেনে, তাই তিনি এখানে পর্যটকদের আকৃষ্ট করবেন।“

sourav ganguly tripura

মঙ্গলবার ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব গ্রহণ করেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার পর সৌরভ গাঙ্গুলি বলেন, “খেলাধুলা পর্যটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।“ ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক গাঙ্গুলির সঙ্গে বেহালায় তাঁর বাসভবনে দেখা করেন। পর্যটন সচিব ও পরিচালক উত্তম কুমার চাকমা এবং তপন কুমার চাকমা মঙ্গলবার কলকাতার বেহালায় তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button