সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) মানেই আবেগ। ৮ থেকে ৮০ সবাই তাঁর ভক্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতই নয়, গোটা বিশ্বেই রয়েছে তাঁর অগণিত ভক্ত। নিজের অসাধারণ ক্রিকেট খেলার মাধ্যমে তিনি গোটা বিশ্বের মন জয় করেছিলেন। এরপর বিসিসিআই-র (Board of Control for Cricket in India) প্রেসিডেন্ট হয়েও অনেক প্রশংসা কুড়িয়েছেন। তবে আচমকাই হয় ছন্দপতন। খুইয়ে যায় কুরসি। তবে দাদা দমার পাত্র নন। তাই তিনি নিজের মতো করেই নিজের কাজ করে চলেছেন।
ক্রিকেট খেলার সময় ম্যান অফ দ্য ম্যাচ থেকে শুরু করে ম্যান অফ দ্য সিরিজ, বিশ্বের সেরা ব্যাটসম্যান সবেরই খেতাব পেয়েছিলেন তিনি। শুধু তাঁর হাতে আসেনি একটি বিশ্বকাপ। বিশ্বের সেরা অধিনায়ক খেতাব পেলেও অধরা রয়ে গিয়েছিল বিশ্বকাপের ট্রফি। যদিও, এখন ওসব অতীত। এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত তিনি। আর এরই মধ্যে সৌরভের জন্য এল দারুণ সুখবর।
জীবনের সেরা পুরস্কার পেলেন সৌরভ গাঙ্গুলি। আপনারও নিশ্চই জানতে ইচ্ছে করছে যে, সেটি কি? তাহলে আসা যাক আসল জায়গায়। এদিন সৌরভ গাঙ্গুলি নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এই প্রাপ্তির কথা জানিয়েছেন।
আসলে বৃহস্পতিবার ফের নিজের কলেজে যান তিনি। আর সেখানেই পান বিশেষ সম্মাননা। আর এই সম্মান পেয়েই তিনি আবেগে ভেসে পড়লেন। বলে দিই, সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্র মহারাজ। আর এবার সেন্ট জেভিয়ার্স তাঁকে আবারও কলেজে ফেরার সুযোগ করে ডিল। এদিন গ্লোবাল জ্যাভেরিয়ান অ্যাওয়ার্ড পেলেন মহারাজ। আর তা মনে করেই আবেগে ভাসলেন তিনি।
Received many .. but this is a very touching and happy one .. pic.twitter.com/L0dfEytPmQ
— Sourav Ganguly (@SGanguly99) August 24, 2023
ট্যুইটারে সৌরভ লেখেন, জীবনে অনেক পুরস্কার পেয়েছি আমি, তবে এটা আমার কাছে সবথেকে সেরা। উল্লেখ্য, এর আগে মহারাজকে কোনোদিনও কোনও পুরস্কার গ্রহণের পর এত আবেগপ্রবণ হতে দেখা যায়নি। কিন্তু আজ তিনি নস্টালজিক হয়ে পড়েন। আর সেই খুশিই সবার সঙ্গে ভাগ করে নেন।