BCCI-র পদ খোয়ানোর মাঝেই হুঙ্কার সৌরভের, লড়াইয়ের হুঙ্কার দিয়ে আবারও ফিরছেন মহারাজ

দিনকাল ভালো যাচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। আচমকাই BCCI-র পদ থেকে তাকে সরানো হচ্ছে। যদিও, কদিন আগেই সৌরভকে বিসিসিআই পদে বহাল রাখার জন্য সুপ্রিম কোর্ট অবদি গিয়েছিল কেন্দ্র। আর দেশের শীর্ষ আদালত থেকে তাঁকে সেই পদে বহাল থাকার জন্য রায়ও দেওয়া হয়েছিল। কিন্তু আচমকাই ঘটে ছন্দপতন।

মহারাজকে বিসিসিআই পদ থেকে সরিয়ে সেই জায়গায় বসতে চলেছেন ৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রজার বিনি। ওনার বিসিসিআই প্রধান হওয়া একদম নিশ্চিত। কারণ ওই পদে ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ নেই। তবে কী মহারাজের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক ছিন্ন হতে চলেছে?

দু’দিন আগে বন্ধন ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মহারাজ এটা স্পষ্ট করেছিলেন যে, তিনি হারবার পাত্র নন। তিনি যে আরও বড় কিছু করতে চান, সেটার ইঙ্গিত দিয়েছিলেন। পাশাপাশি তিনি এও বলেছিলেন যে, একদিনেই কেউ নরেন্দ্র মোদী, মুকেশ আম্বানি হয়ে যান না। এর জন্য সময় দিতে হয়।

আর এরই মধ্যে মহারাজের ভক্তদের জন্য সুসংবাদ প্রকাশ্যে এসেছে। বিসিসিআই থেকে সরে মহারাজ এবার বাংলার ক্রিকেট জগতে ফিরতে চলেছেন। এর আগেও তিনি CAB-র প্রধান ছিলেন, এবার আবারও সেই পদের জন্য নির্বাচনে লড়তে চলেছেন তিনি।

sourav ganguly 12e

শনিবার মহারাজ নিজেই এই কথা জানিয়েছেন। সৌরভ বলেছেন, আমি সিএবির নির্বাচনে লড়াই করব। আমার বিরুদ্ধে অনেক কুৎসা রটানো হচ্ছে, সেই কারণেই এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা আমার পক্ষে খুব দরকার। সেসবের জবাব দিতেই এই ভোটে লড়া।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button