আবাস যোজনা অতীত, বাড়ি করার জন্য মোটা অনুদান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! এভাবে নিন সুবিধা

মাথার ওপর ছাদ হোক, এই স্বপ্ন সকলের থাকে। কিন্তু বহু মানুষের সেই স্বপ্ন অনেক সময়েই পূরণ হয় না। এদিকে রাজ্যের (West Bengal) সাধারণ গরীব মানুষের কথা ভাবনা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একটি প্রকল্প চালু করেছেন। যার জেরে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ।

জানা গিয়েছে, রাজ্য সরকার (Government of West Bengal) পশ্চিমবঙ্গ স্নেহালয় আবাস যোজনা (West Bengal Snehaloy Housing Scheme) নামে একটি প্রকল্প চালু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৩ রা মার্চ ২০২০ সালে এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের অন্যতম প্রধান সুবিধা হ’ল যারা নিজের বাড়ি কিনতে সক্ষম নন তাদের জন্য বাড়ির সহজলভ্যতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গ স্নেহালয় আবাস যোজনার সুবিধাভোগীদের ১.২০ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এই স্কিম সমাজের দরিদ্র শ্রেণীর প্রার্থীদের যুক্তিসঙ্গত হারে স্থায়ী আবাসন সরবরাহ করবে। প্রত্যক্ষ বেনিফিট ট্রান্সফারের (ডিবিটি) মাধ্যমে সুবিধাভোগীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

এই প্রকল্পের আওতায়, রাজ্য সরকার দরিদ্র পরিবারগুলিকে বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করবে। এই প্রকল্পের সফল রূপায়ণের পরে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় ২৫০০০ উপকারভোগীকে আর্থিক সহায়তা দেওয়া হবে যাতে তারা নতুন বাড়ি কিনতে পারে। আপনিও কি এই প্রকল্পের সুবিধা নিতে চান? কী কী যোগ্যতা জরুরি তাহলে জেনে নিন।

এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনাকে কী করতে হবে জানুন … 

১) স্নেহালয় হাউজিং স্কিমের আওতায় সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) এই হাউজিং স্কিমের জন্য আবেদনকারী পশ্চিমবঙ্গের অন্য কোনও আবাসন প্রকল্পের অধীনে সুবিধাভোগী  হলে হবে না।
৩) এই প্রকল্পের অধীনে আবেদন করার জন্য, তাকে অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে এবং ব্যক্তি বা পরিবারকে অবশ্যই দিদিকে বলো পোর্টালে তার অভিযোগ দায়ের করতে হবে।
৪) মাসিক দশ হাজার টাকা বা তার চেয়ে কম আয়সম্পন্ন পরিবারই স্নেহালয় হাউসিং স্কীম এর সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।

কী কী নথি লাগবে?

১) বাসস্থানের প্রমাণ।
২) বয়সের প্রমাণ।
৩) আধার কার্ড।
৪) ইনকাম সার্টিফিকেট।
৫) ব্যাংক বিবরণ।
৬) পাসপোর্ট সাইজের ছবি।

কীভাবে আবেদন করবেন জেনে নিনঃ

স্নেহালয় হাউসিং স্কীমে আবেদনের জন্য wbhousing.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন রাজ্যবাসী। এছাড়াও West Bengal Government এর অফিসিয়াল সাইট wb.gov.in এর মাধ্যমে এই প্রকল্পে পাকা ঘর পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন আপনি।