ভুলে যান নায়গ্রা, কলকাতার কাছের এই জলপ্রপাত দেখে ফেরাতে পারবেন না চোখ! যাওয়া যায় ট্রেনেই

ভ্রমণ পিপাসুদের কাজই হলো সময় সুযোগ বুঝে পোঁটলা পুঁটুলি নিয়ে বেরিয়ে পড়া। অবশ্য মানুষের কর্ম ব্যাস্ত জীবনে ভ্রমণ একমাত্র উপযোগী বিনোদন। তাই সময় পেলেই মাথার চাপ কমানোর জন্য ভ্রমণে বেরিয়ে পড়া উচিতও বটে। এরমধ্যে অনেকে এমনও আছেন যারা শুধুমাত্র জলপ্রপাত (Waterfall) দেখতে ছুটে যান এ প্রান্ত ও প্রান্ত।
তবে আজ যদি আমরা বলি যে, এই জলপ্রপাত দেখার জন্য আর খুব বেশি দূরে যেতে হবেনা। যদি বলি কলকাতার কাছেই রয়েছে এমন এক জলপ্রপাত যা দেখলে আপনার নায়গ্রার কথাই মনে পড়ডে, তাহলে কি অবিশ্বাস করবেন? তাহলে চলুন জেনে নিই বিস্তারিত।
দক্ষিণের নানেঘাট জলপ্রপাতের নাম শুনেছেন? এই জায়গার নাম শুনলেও অনেকেই হয়তো সশরীরে ঘুরে আসেননি। তবে একবার এই জায়গায় গেলে আর ফিরে আসার ইচ্ছে করবেনা। এমনকি বাড়ির কাছের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে নায়গ্রার (Niagara Falls) কথাও ভুলে যেতে পারেন।
নানেঘাটের ট্রেকিং পথে গেলে রাস্তায় একটি ২০০০ বছরের পুরোনো গুহার দেখাও পাবেন। যেখানে রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন। ঐতিহাসিক বা ইতিহাস প্রেমীদের জন্য একেবারে আদর্শ স্থান হতে পারে এটি। পাশাপাশি জায়গাটিতে রয়েছে রহস্য রোমাঞ্চের গন্ধও।
এখানে বলে রাখি, নানেঘাটের নিকটতম বিমানবন্দর হল পুনে। যা কলকাতা থেকে খুব বেশি দূর নয়। বিমানে গেলে ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবেন এখানে। সেখান থেকে নিকটতম রেলওয়ে স্টেশন হল আঁতগাও। আর এখান থেকে খুব সহজেই পৌঁছে যাবেন নানেঘাট।
নানেঘাটের কাছেই রয়েছে লোহাগড় দূর্গ। এখানেও একবার ঢুঁ মারতেই পারেন। তাই আগামী বর্ষায় কোন ভ্রমণ প্ল্যান থাকলে তা হতেই পারে নানেঘাট জলপ্রপাত। তাছাড়া দেশের মধ্যেই এতসুন্দর একটা জায়গা থাকতে আর বিদেশ যাওয়ার প্রয়োজনই বা কি!