খরচ মাত্র ১২০০, দিঘা-পুরী ভুলে ট্রেনে করে ঘুরে আসুন কাছের এই জায়গা! হারিয়ে যাবেন রূপে

বাঙলায় বিয়ের মরশুম পেরিয়েছে কদিন আগে। চৈত্র মাসে তাই মধুচন্দ্রিমায় ঘুরতে যাওয়ার ধুম লেগেছে। কিন্ত বাজেট ফ্রেন্ডলি এবং কম সময়ে ঘোরার জায়গা খুঁজলে আজ এক আদর্শ জায়গা সম্পর্কে জানাবো আপনাদের। কয়েকটা দিনের জন্য পোঁটলা পুঁটুলি নিয়ে বেরিয়ে পড়ুন এই জায়গা ঘুরতে।
অনেক সময় কাজের তাগিদে খুব দূরে কোথাও যাওয়া হয়ে ওঠেনা। আবার অনেকের ক্ষেত্রে, বিয়ের খরচ খরচা সামলে হানিমুনের জন্য টাকা রাখাটাও সমস্যার হয়ে যায়। তাই আজকের প্রতিবেদনে এমন একটা জায়গার সন্ধান দেব যা সামনে তো বটেই, পাশাপাশি খরচটাও ভীষণ কম।
আমদের আজকের গন্তব্যস্থল পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম। তার নাম জিতুজুরি (Jitujuri)। কংসাবতীর তীরে ঘন সবুজ জঙ্গলের মধ্যে রয়েছে হাতিপাথর ব্যাক প্যাকার্স ক্যাম্প। (Hatipathar backpackers’ camp)। সেখানে একদিকে যেমন পাখিদের কলতান চলতে থাকে অন্যদিকে কংসাবতীর কলকল শব্দ। বন্ধুবান্ধবদের নিয়ে ২ দিনের ছুটি কাটাতে চান তার জন্যেও আদর্শ হবে পুরুলিয়ার জিতুজুরি।
কীভাবে যাবেন : হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে যান বাঁকুড়ায়। সেখান থেকে বাস ধরে মানবাজার চলে যান। এবং মানবাজার থেকে হাতিপাথর ৯.৬ কিমি। অথবা হাওড়া থেকে পুরুলিয়া ট্রেন ধরতে পারেন। সেখান থেকে বাসে ৫৩ কিমি দূরে মানবাজার। সেখান থেকে ক্যাম্প আরো ৯.৬ কিমি।
কিন্তু সেখানে থাকবেন কোথায় : মাথাপিছু ১২০০ থেকে ১৩০০ টাকা ভাড়া পড়বে টেন্টের জন্য। কটেজের দাম প্রায় ১৫০০ টাকা। খুব সম্ভবত খাওয়া দাওয়া এবং ক্যাম্প ফায়ার এই দামের সাথেই ধরা থাকে। খাবারের মধ্যে আপনি পেয়ে যাবেন, ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্নাক্স, ডিনার, আর পরের দিন ব্রেকফাস্ট।