দৈনন্দিন একঘেঁয়ে জীবনে কমবেশি সকলেই একপ্রকার হাঁপিয়ে উঠেছেন। একটু মুক্ত হওয়া, নির্মল পরিবেশের খোঁজ সকলেই করেন। হাতে কয়েকদিনের ছুটি থাকলেই বেশিরভাগ মানুষই ব্যাগ পত্তর গুছিয়ে বেরিয়ে পরেন একটু শান্তির খোঁজে। আর কাছে পিঠে বলতে সবথেকে সামনে রয়েছে সমুদ্র (Sea)। আর সমুদ্র মানেই হল হয় দিঘা (Digha) নয়তো পুরী (Puri)। কিন্তু আজ আপনাকে এক নতুন জায়গার সন্ধান দেওয়া হবে এই প্ররিবেদনের মাধ্যমে। এখানকার জলরাশি,পরিবেশ আপনাকে অভিভূত করবেই করবে।
আপনিও যদি আপনার সাপ্তাহিক ছুটির সদ্ব্যবহার করতে চান তাহলে ঘুরে আসুন কলকাতা (Kolkata) থেকে মাত্র কয়েক কিমি দূরে থাকা এই সমুদ্র সৈকত থেকে। এখানে আপনার ঘুম ভাঙবে সমুদ্রের ঢেউয়ের গর্জনে। হাঁটতে হাঁটতে আপনি ম্যানগ্রোভ (Mangrove) অরণ্যেরও দেখা পেয়ে যাবেন।
নিশ্চয়ই ভাবছেন কলকাতার আশেপাশে এমন জায়গা আদৌ আছে নাকি? তাহলে উত্তর হল হ্যাঁ। দেরি না করে আমরা হেনরি’স আইল্যান্ডের (Henry Island) উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। কলকাতা থেকে মাত্র ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকতটি শহরের কোলাহল থেকে দূরে চারদিকে ম্যানগ্রোভ বন দ্বারা বেষ্টিত, যা আপনার ভেতরের কোলাহলকেও শান্ত করবে।
পরিবার হোক বা একা, এই জায়গায় আপনি অনায়াসেই ঘুরে আসতে পারেন। মন আপনার শান্ত হয়ে যাবে। এই হেনরি আইল্যান্ড-এর আরও এক নাম হল কিরণ সি বিচ (Kiran Sea Beach)। দক্ষিণ ২৪ পরগনার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রবিন্দু আপাতত এই গন্তব্যটি। আপনিও যদি প্রকৃতিপ্রেমী হন এবং শান্ত পরিবেশ আপনাকে আকৃষ্ট করে তবে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আপনিও এখানে পৌঁছানোর সাথে সাথে এই জায়গাটির প্রেমে পড়বেন।
আরও পড়ুনঃ দিঘা, মন্দারমনি অতীত! পর্যটকদের জন্য ব্যাপক আকর্ষণ এখন তাজপুর বিচে, গেলেই জুড়িয়ে যাবে মন
সমুদ্রের ঢেউ এবং ম্যানগ্রোভ বন, সমুদ্রের তীর এবং তার ঠিক পাশের সবুজের মধ্যে সূর্যাস্ত… আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখার জন্য আর কী দরকার বলুন তো? বিশেষ করে আপনি যদি আপনার সঙ্গীর সাথে এই শান্ত পরিবেশ উপভোগ করেন, তাহলে সেই জায়গাটি আরও বিশেষ হয়ে ওঠে।