ভুলে যান দিঘা-পুরী! ঘুরে আসুন কলকাতার কাছের এই ‘আইল্যান্ড” থেকে, খরচ মাত্র ১০০০ টাকা

আজকালের কর্মব্যস্ত জীবনে ঘুরতে বেরোতে কার না ভালো লাগে। কিন্তু কাজের চাপে সবসময় বেশিদূর ঘুরতে যাওয়া সম্ভব হয়না। কিন্তু সপ্তাহান্তে ১ বার ঘুরে আসাই যায়। আর সেরকমই এক জায়গার কথা আমরা আপনাদের জানাচ্ছি। নাম ‘সাগর দ্বীপ’। দূরত্বটাও বেশী না। চলুন আজ আপনাদের জানাই কিভাবে যাবেন সেখানে।

কলকাতা শহর থেকে মাত্র ১০০ কিমি দূরে রয়েছে সাগর দ্বীপ। একদিনের ঘোরার জন্য এর চেয়ে আদর্শ জায়গা আর হয়না। মোট ৩০০ বর্গকিমি এলাকার ৪৩টি গ্রাম নিয়ে গড়ে ওঠেছে এলাকা। শিয়ালদহ থেকে ট্রেন ধরে সহজেই পৌঁছে যেতে পারেন সেখানে।near jetty

কীভাবে যাবেন সেখানে : শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নিয়ে কাকদ্বীপ স্টেশন। এরপর সেখান থেকে অটো ভাড়া করে আট নম্বর ঘাটে পৌঁছে এরপর লঞ্চ ভাড়া করে সাগরদ্বীপ। সেখানের বিভিন্ন ছোট বড় হোটেল নিয়ে থাকতে পারবেন। সামনেই আপনি পূণ্য তীর্থ গঙ্গাসাগর দর্শন করে আসতে পারেন।

প্রতিবছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হয়। সেখানে রয়েছে কপিল মুনির আশ্রম। ঘোরার জন্য একদম আদর্শ এই স্থান। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও নানান ঘোরার স্থান তৈরি করা হচ্ছে। মাত্র ১০০০ টাকার বিনিময়ে ঘুরে আসতে পারেন এই সাগরদ্বিপ।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button