উৎসবের মাস চলছে। আর এই উৎসবের মাসকে কাজে লাগিয়ে যদি ঘুরতেই না যাওয়া হল তাহলে কিসের আর ভ্রমণপ্রেমী হলেন আপনি। নভেম্বর মাস পড়ে গিয়েছে। এদিকে শীত যে আসন্ন তা প্রকৃতি সকলকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে। আর এই সময়ে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা।
আপনিও যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। এই শীতে আপনার গন্তব্য হতে পারে। ওড়িশা (Odisha) ভারতের একটি সুন্দর রাজ্য পাশাপাশি একটি প্রধান পর্যটন স্থল। এই রাজ্যটি তার আশ্চর্যজনক সৈকত, প্রাকৃতিক এবং বিশ্ববিখ্যাত মন্দির, হ্রদ এবং ঐতিহাসিক তথ্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। ওড়িশায় এখনও অনেক বিস্ময়কর এবং অদৃশ্য জায়গা রয়েছে, যা পর্যটকদের নজরে আসেনি। এই অদৃশ্য স্থানগুলির মধ্যেই অন্যতম হল কোরাপুট।
এই কোরাপুট (Koraput) এমন একটি জায়গা যেটি সম্পর্কে পর্যটকরা খুব কমই জানেন। কোরাপুট ওড়িশার একটি দারুণ সুন্দর জায়গা। এখানে এলে আপনি প্রকৃতির মাঝেই হারিয়ে যেতে পারেন। সবুজ চারণভূমি, ঘন বন, সুন্দর জলপ্রপাত এবং কয়েকটি সেরা উপত্যকা এখানে পর্যটকদের আকর্ষণ করে। কোরাপুটের বেশ কিছু দর্শনীয় জায়গা যেমন কাটা বাসনি , কোলাব ড্যাম , রাজা বিক্রমাদিত্যের ৩২ বড় ডুডুমা জলপ্রপাত, কোরাপুট শবরা শ্রীক্ষেত্র, সিংহাসন , দমনজোরি , ছোট ডুডুমা জলপ্রপাত, গুপ্তেশ্বর মন্দির, ছোট ডুডুমা জলপ্রপাত, কাঙ্গের গড় জাতীয় উদ্যান, তিরথগড় জলপ্রপাত ইত্যাদি।
প্রথমেই আসা যাক কোরাপুট শবরা শ্রীক্ষেত্রের কথায়। পুরীর মন্দিরের আদলে এই মন্দির পাহাড়ের বেশ কিছুটা উপরে। এছাড়া আপনি কোরাপুটে গিয়ে ঘুরে আসতে পারেন রাজা বিক্রমাদিত্যের ৩২ সিংহাসনে। আপনিও যদি জলপ্রপাত প্রেমী হয়ে থাকেন তাহহলে আপনার নিশ্চয়ই ছোট ডুডুমা জলপ্রপাতটি ভালো লাগবে। কারণে কোরাপুট থেকে ৪৫ কিলোমিটার দূরে নন্দপুর গ্রাম। সেখানেই রয়েছে এই জলপ্রপাত। দমনজোরিতে রয়েছে একটি বিশাল হনুমানের মন্দির। এরপর আপনি ঘুরে আসতে পারেন কাটা বাসনি থেকে। এখানে বাঁশ গাছকে পুজো করা হয়। তাই এই অঞ্চলে কেউ বাঁশ গাছ কাটে না।
এছাড়া আপনি অনায়াসেই ঘুরে আসতে পারেন কোলাব ড্যাম থেকে। খুব সুন্দর এই ড্যামটি। একটি ‘আপার’ ও একটি ‘লোয়ার ড্যাম’ মিলিয়ে এই কোলাব ড্যাম। জলাধারের মাঝে ছোট ছোট দ্বীপের মতো তৈরি হয়ে গিয়েছে। এছাড়া রয়েছে গুপ্তেশ্বর মন্দির। কোরাপুটের রামগিরি জঙ্গলের মধ্যে এক ঐতিহাসিক স্থান গুপ্তেশ্বর গুহা ও মন্দির। আপনি কিন্তু আবার এই কোরাপুট থেকেই গাড়িতে বা বাসে ছত্তিশগড়ের বস্তার জেলা চলে যেতে পারেন। আর এখানে গেলেই আপনি ভারতের নায়াগ্রা জলপ্রপাত অর্থাৎ চিত্রকূট জলপ্রপাত দেখে নিতে পারেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোরাপুট কীভাবে যাবেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি, প্রথমে হাওড়া স্টেশন থেকে হাওড়া-সম্বলপুর জগদলপুর এক্সপ্রেসে কোরাপুট স্টেশন।