আর নয় দার্জিলিং-ডুয়ার্স! একদিনে ঘুরে আসুন কলকাতার কাছের এই পাহাড় থেকে, পাবেন স্বর্গসুখ

বাঙালিকে পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা বললে প্রথমেই তারা দার্জিলিং (Darjeeling) ছুটবে! কিন্তু পুরুলিয়াতে (Purulia) থাকা ‘অযোধ্যা পাহাড়’ (Ajodhya pahar) ও কিন্তু কম কিছুনা। যেখানে দার্জিলিং পৌঁছানো দুঃসাধ্য এক ব্যাপার, সেখানে পুরুলিয়া যাওয়া কিন্ত কোনো সমস্যাই না। তাহলে আর দেরি না করে কাজের কথায় আসি। পাহাড় প্রেমীদের জন্য নিয়ে এসেছি এই আইডিয়াল ভ্রমণ ডেস্টিনেশন।
একঘেয়ে হয়ে উঠেছে দার্জিলিং এবং ডুয়ার্স? তাহলেও চিন্তা নেই, নিজের রূপ বৈচিত্র্য নিয়ে হাজির পুরুলিয়া। পৌঁছানোটাও বেশ সহজ। হাওড়া অথবা সাঁতরাগাছি স্টেশনে ট্রেন ধরে পুরুলিয়া স্টেশনে পৌঁছে যান। এবার সেখান থেকে চলে যান পুরুলিয়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে গাড়ি বুক করে বেরিয়ে পড়ুন অযোধ্যা পাহাড়।
মাত্র ৪০ কিমি রাস্তা অযোধ্যা পাহাড়। মাথায় রাখবেন আগে থেকে হোটেল বুক না করলে কিন্তু মনের মতো হোটেল পেতে বেশ বেগ পেতে হবে। এই অযোধ্যা পাহাড়ের সবথেকে উঁচু শৃঙ্গ হলো গোরগাবুরু। আর এই দেখতেই পাহাড়ে ভিড় জমান অনেকে। অযোধ্যা বেড়াতে গিয়ে আপনি এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হবেন।

প্রথম দিন বিকালে ঘুরে নিন সেখানের সিতা কুন্ড, রাম মন্দির, কালী পাহাড়, ভারত সেবাশ্রম সংস্থা, রামকৃষ্ণ মিশন। দিনের শেষে ময়ূর পাহাড়ের ওপর দিয়ে থেকে সূর্যাস্ত দেখতে মোটেই ভুলবেন না। এর পরের দিন গাড়ি নিয়ে পৌঁছে যান লোয়ার ড্যাম-আপার ড্যামে।

তালিকায় থাকুক চড়িদা গ্রাম, মার্বেল লেক, বামনি ফলস। মাত্র ৩০০০ টাকার মধ্যেই হয়ে যাবে সমস্ত ঘোরাঘুরি। বাজেটের মধ্যে ঘোরার বিষয়ে পুরুলিয়া এককথায় সেরা জায়গা। তাহলে আর চিন্তা কি, বেরিয়ে পড়ুন ব্যাগ গুছিয়ে।