ভুলে যান কুলার-AC, ভারতে লঞ্চ হল দুর্দান্ত প্রযুক্তির ফ্যান! চালালেই কমে যাবে ঘরের তাপমাত্রা

বর্তমানে পারদ বেশ চড়ছে। জানুয়ারি থেকেই উধাও হয়ে যায় শীত (Winter), আর সেইসাথে মার্চের শুরুর থেকেই চড়া গরম পড়েছে। আবহাওয়া (Weather) অফিস জানিয়ে দিয়েছে যে, এখন গরম কিছুটা বাড়বে। কিন্তু এই গরমে আপনাকে শান্তি দিতে আমরা নিয়ে এসেছি মহা চমৎকারী পাখার (Fan) খোঁজ।
আজ আমরা যে পাখার কথা বলতে চলেছি সেটি ১২ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা কমিয়ে দিতে পারে! Orient কোম্পানি সদ্যই তাদের ক্লাউড ফ্যান লঞ্চ করেছে। সেখানে রয়েছে উন্নত ‘ক্লাউডচিল’ প্রযুক্তি দ্বারা চালিত ফ্যান। নির্মাতাদের বক্তব্য এমন ফ্যান দেশে এই প্রথম। ফ্যানের সামনে বসলে যে কেবল ঠান্ডা হাওয়া মিলবে তাই নয়, সাথে ঘরের তাপমাত্রাও অনেকাংশে কমে যাবে।
ওরিয়েন্টের এই নয়া ‘ক্লাউড ৩ ফ্যান’ যে বাজারে হটকেকের মতো বিক্রী হবে সেবিষয়ে আত্মবিশ্বাসী কোম্পানি। নির্মাতা সংস্থার বক্তব্য, ফ্যান এসি এবং কুলারের নিখুঁত মিশ্রণ এই ফ্যান। সংস্থা তাই এটির নাম রেখেছে ক্লাউড ফ্যান অ্যামাজনে বিক্রী হচ্ছে এগুলো। এসির থেকে অনেকটাই কম দাম এগুলোর।
কত দাম রয়েছে : Orient Cloud3 ফ্যানের দাম রয়েছে ১৫,৯৯৯ টাকা। কিন্তু Amazon এর ইন্ট্রোডাক্টারি অফারে মাত্র ১১,৯৯৯ টাকাতেই পেয়ে যাবেন এই ফ্যান। সাথে ২ বছরের ওয়ারান্টিও পেয়ে যাবেন আপনি। এসির থেকে সস্তায় এসির মতোই ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন।
তবে এই ফ্যানে ঠান্ডা বাতাস পাওয়ার জন্য ৪ লিটার জল ভরতে হবে। এই পরিমাণ জল ঢাললে একরাতের মতো ঠান্ডা থাকবে আপনার ঘর। মোট ৮ ঘণ্টা ঠান্ডা থাকবে এই ক্লাউড ফ্যানের দ্বারা। তারপর আবার ঠান্ডা জল ঢালতে হবে আপনাকে। তাহলে আর দেরি না করে শীঘ্রই অর্ডার দিয়ে দিন, আর এই গরমকে বলুন বাই বাই।