বিশ্বকাপ ২০২৩-এর (Cricket World Cup) ২১তম ম্যাচে ফর্মে থাকা নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত (India national cricket team)। ধর্মশালার মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৩ রান তুলতে পেরেছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের যা বোলিং লাইন আপ তাতে এই স্কোর খুব একটা খারাপ না। কিন্তু দিনটা ছিল ভারতের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) বাদ দিয়ে ফাস্ট বোলার মহম্মদ শামিকে (Mohammed Shami) প্রথম একাদশে নিয়ে এসেছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের এই ম্যাচে মহম্মদ শামি দারুণ বোলিং করে ৫ উইকেট নিয়েছেন বাংলার এই পেস বোলার। এর পর এবারের বিশ্বকাপে শার্দুল ঠাকুরের সুযোগ পাওয়া কঠিন হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত তৃতীয় ফাস্ট বোলার হিসেবে দলে খেলতে দেখা গেছে শার্দুল ঠাকুরকে। তবে ধর্মশালার মাঠে অধিনায়ক রোহিত শর্মা মহম্মদ শামির ওপর আস্থা রেখে তাকে দলে জায়গা দিয়েছিলেন। মহম্মদ শামি তার অধিনায়ককে হতাশ করেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছেন। সেই সঙ্গে শামির এই পারফরম্যান্স শার্দুল ঠাকুরের জন্য বড় ধাক্কা বলেও ক্রিকেট প্রেমীদের কেউ কেউ মনে করছেন। মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন মনে করা হচ্ছে শামিকে বিশ্বকাপের আরও ম্যাচে খেলতে দেখা যাবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে বোলিং করতে নেমে প্রথম ১০ ওভারে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে প্যাভিলিয়নে পাঠায় টিম ইন্ডিয়া। কিন্তু এর পর নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যানরা ইনিংসের হাল ধরেন এবং দলটি ২৭৩ রান করতে সমর্থ হয়। টিম ইন্ডিয়ার পক্ষে মহম্মদ শামি ১০ ওভারে ৫৪ রান দিয়ে নেন ৫ উইকেট।
ধর্মশালার মাঠে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে নিউজিল্যান্ড দলের দেওয়া টার্গেট সফলভাবে চেজ করে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের পক্ষে মিডল অর্ডার ব্যাটসম্যান ড্যারিল মিচেল ১২৭ বলে ১৩০ রান করেন। এছাড়া ৭৫ রান করেন রাচিন রবীন্দ্র। এই দুই ক্রিকেটার ছাড়া দলের কোনো ব্যাটসম্যানই ভারতের বিরুদ্ধে ম্যাচে দাগ কাটতে পারেননি। ৫০ ওভারে ২৭৩ রানে গুটিয়ে যায় পুরো নিউজিল্যান্ড দল।