পুজোর ছুটিতে দার্জিলিং, পুরী যাওয়ার ট্রেনের টিকিট মিলছে না! হতাশ নয়, এভাবে পান কনফার্ম সিট

কথাতেই আছে বাঙালির পায়ের তলায় সর্ষে রয়েছে। তাই তো হাতে গুটি কয়েকদিনের ছুটি পেলেই কোথাও না কোথাও ঘুরতে চলে যান সকলে। যদিও অনেক সময়ে প্ল্যান করলেও বাস, ট্রেন, বিমানের টিকিট পাওয়া যায় না।

বিশেষ করে ট্রেনের। যে কারণে অনেকেই মুষড়ে পড়েন। সবথেকে সস্তা ও আরামদায়কভাবে যদি কেউ ভ্রমণ করার পরিকল্পনা করেন তাহলে তাঁদের মাথায় প্রথমেই ট্রেনের কথা আসে। এই ট্রেনের ওপর চোখ বন্ধ করে ভরসা করেন মানুষ। ভারতীয় রেল (Indian Railways) প্রতিদিন অনেক লোককে তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।

রেল নেটওয়ার্ক সারা ভারত জুড়ে বিস্তৃত। যার ফলে ভারতের ২৯টি রাজ্য একে অপরের সঙ্গে যুক্ত। ভারতের প্রায় প্রতিটি মানুষ রেলপথে ভ্রমণ করছেন, কারণ রেলপথের মাধ্যমে আপনি সহজেই ভারতের যে কোনও শহর বা কোণে যেতে পারেন। একই সঙ্গে ভারতীয় রেলের তৈরি ভ্রমণের টিকিটের নিয়ম সম্পর্কে অনেকেই খুব বেশি জানেন না। দার্জিলিং (Darjeeling) হোক বা পুরী (Puri), সবথেকে সস্তার ভ্রমণের জন্য সকলে এই ট্রেনকেই ভরসা করেন। কিন্তু অনেক সময়েই দেখা যায় টিকিটের অমিল।

আবার ট্রেনের টিকিট কেটেও মেলে না শান্তি, কারণ অনেক সময়েই দেখা যায় টিকিট ওয়েটিং লিস্টে দেখায়। এই টিকিটগুলি কপাল যদি খুব ভালো থাকে তবেই কনফার্ম হয়, নইলে পুরো টাকাটাই জলে চলে যায়। যার ফলে অনেকেই হতাশায় ভুগতে থাকেন।

train rail coach

আবার অনেকেই আছেন যারা বেশি টাকা দিয়ে তৎকাল টিকিট কেটে নেন। তাও যেন কেমন মনটা খচখচ করতে থাকে অনেকের। দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া পুরি সুপারফাস্ট এক্সপ্রেস…উৎসবের আগে হোক বা পরে, সবসময়ই টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। মেলে না টিকিট। এহেন অবস্থায় কী করা যায়? আপনাকে তাহলে রেলের ওপরই ভরসা করতে হবে।

কারণ অনেক সময়েই দেখা যায়, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে রেল। ফলে আপনিও যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে রেলের পদক্ষেপের ওপরেই নজর রাখতে হবে আপনাকে বৈকি।