ভয়ঙ্কর বন্যা বাংলাদেশে! ভারত থেকে জল ছাড়ায় ডুবতে বসেছে পড়শিরা

কলকাতাঃ বিগত কয়েকমাস ধরেই শিরোনামে রয়েছে বাংলাদেশ। কোটা আন্দোলন দিয়ে পড়শি দেশে শুরু হয় বৃহত্তর প্রতিবাদ। তারপর সেই আন্দোলনের আঁচ উপড়ে পড়ে দেশের সরকারের উপর। সংসদভবন থেকে গণভবন, জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা! অশান্ত হয়ে ওঠে ওপার বাংলা। বেগতিক দেখে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পূর্বে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগও করেন তিনি। বর্তমানে দেশে অন্তর্বর্তী সরকার চলছে। আর এই সরকারের প্রধান হয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস।

ক্ষমতা হাতে নিয়েই সমস্যায় পড়েছেন ইউনূস। এবার আর কোনও আন্দোলন নয়। এবার প্রাকৃতিক দুর্যোগে ব্যাতিব্যস্ত ভারতের প্রতিবেশী দেশ। বেশ কয়েকদিন ধরেই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে অবিরাম বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাব দেখা গিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও। বর্তমানে বন্যায় আক্রান্ত ত্রিপুরা। চারিদিক জলমগ্ন অবস্থা। আর তারপরই বড় সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের তরফে। ৩১ বছর, মানে তিন দশক পর ত্রিপুরার ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়। আর যার জেরে হু হু করে জল ঢোকে প্রতিবেশী দেশ বাংলাদেশে।

   

ত্রিপুরার ডুম্বুর গেট দিয়ে হু হু করে জল ঢুকছে বাংলাদেশে। যার জেরে সীমান্তবর্তী কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী প্লাবিত হয়েছে। ত্রিপুরার প্রধান চারটি নদী বর্তমানে ফুলে ফেঁপে রয়েছে। বহু গ্রামবাসীকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ওদিকে জল ছাড়ার পর বেজায় বিপাকে নদী মাতৃক বাংলাদেশ। একাধিক জেলায় জল ঢুকে জনজীবন তছনছ করে দিয়েছে। হাজার হাজার মানুষ ঘর ছাড়া।

Avatar

সম্পর্কিত খবর