জলের দরে মিলছে স্বপ্নের ফোন! POCO M6 Pro-তে বাম্পার ডিসকাউন্ট, দাম জেনে চমকে যাবেন

পোকো সম্প্রতি ভারতের (India) বাজারে Poco M6 Pro 5G লঞ্চ করেছে। এর ফিচারগুলো বেশ আকর্ষণীয়। ফোনটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ দ্বারা চালিত। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির ডিজাইন এবং ফিচারগুলো দেখতে বেশ অসাধারণ। এই ফোনটির সঙ্গে রেডমি ১২ ৫জি-র সঙ্গে তুলনা চলতে পারে। পুজোর মরসুমে এই ফোনের ওপর দেওয়া হচ্ছে বিরাট ছাড়। যার ফলে অনেক কম দামে কেনার সুযোগ রয়েছে টেক প্রেমীদের সামনে।

   

পোকো এম৬ প্রো এর ডিজাইন দেখতে অনেকটা রেডমি ১২ ৫জি এর মতো। ফোনটি ডুয়াল টোন ফিনিশ সহ আসে। ফোনটিতে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা বার রয়েছে। ফোনটি দুটি কালার অপশনে, ফরেস্ট গ্রিন এবং পপভ ব্ল্যাকে পাওয়া যাবে। রেডমি ১২ ৫জি এবং এম৬ প্রো উভয় গ্লাস ব্যাক এবং উভয় ক্যামেরা রিং দেখতে প্রায় একই রকম।

নীচে ইউএসবি টাইপ-সি পোর্ট সহ একটি স্পিকার গ্রাল এবং উপরে একটি ৩.৫ মিমি জ্যাক এবং আইআর ব্লাস্ট রয়েছে। এতে রয়েছে সিম ও মাইক্রোএসডি স্লট। সেলফি ক্যামেরার জন্য পোকো এম৬ প্রো ৫জিতে রয়েছে সেন্ট্রাল পাঞ্চ হোল ক্যামেরা। রয়েছে ৬.৭১ ইঞ্চি এফএইচডি+ ৯০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ফোনটি ৫৫০ নিটের পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

poco m6 pro

ফোনটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং পেছনে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দিনের আলোতে, ছবিগুলি বেশ পরিষ্কার এবং উজ্জ্বল হয়। প্রাইমারি ক্যামেরাটি ভাল। কিন্তু রাতে ছবিগুলো তেমন খুব ভালো মানের হয় না। পোর্ট্রেট লেন্সটিও সন্তোষজনক। দামের কথায় আসা যাক। ফ্লিপকার্ট সেলে Poco M6 Pro 5G পাওয়া যাচ্ছে মাত্র ৮ হাজার ৯৯৯ টাকায়।