৩ বছরের ফিক্সড ডিপোজিটে ১১.৩০ শতাংশ সুদ! এখানে বিনিয়োগ করলেই হবে মোটা টাকা আয়

আরবিআই (Reserve Bank of India) কর্তৃক রেপো রেট বাড়ানোর পর থেকে অনেকই তাদের অর্থের সুরক্ষা পেয়েছেন। আর এখন এত বেশী রিটার্ন পাওয়া যাচ্ছে যে, বিনিয়োগের অন্যান্য ক্ষেত্র গুলোকে মানুষ ভুলতে বসেছেন। এদিকে বিভিন্ন NBFC যেহারে সুদ দিচ্ছে তাতে প্রমাদ গুনছে বিভিন্ন ব্যাংক। কারণ ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ থেকে ৮% সুদ দিচ্ছে, অন্যদিকে বিভিন্ন NBFC তে বিনিয়োগ করলেই ১০% এরও বেশি রিটার্ন পাবেন আপনি।

এইখানে বিনিয়োগ করলে পাবেন মোটা রিটার্ন :

১) হকিন্স কুকারস লিমিটেড : হকিন্স প্রেশার কুকারের নাম কম বেশি সবাই শুনেছেন। কিন্তু জানেন কি তাদের এক বিশেষ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম রয়েছে। গত 2022 সাল থেকে হকিন্স এই স্কিম চালু করেছে। আর সেখানে FD করলেই বাৎসরিক 11.30 শতাংশ সুদের সুবিধা পাবেন আপনি। তবে এজন্য ন্যূনতম 25 হাজার টাকা এবং 3 বছরের জন্য বিনিয়োগ করতেই হবে।

২)মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড : মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিন্যান্সিয়াল সার্ভিসের বিশেষ FD স্কিমের নাম সমৃদ্ধি ক্রমবর্ধমান স্কিম। এখানে সবাই বিনিয়োগের ওপর 10% রিটার্ন পেয়ে যাবেন। তবে ন্যূনতম 5 বছরের জন্য বিনিয়োগ করতে হয় এই স্কিমে।

৩) শ্রীরাম সিটি ইউনিয়ন ফিন্যান্স : এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সুদের হার রয়েছে 10.42 শতাংশ। প্রবীন নাগরিকদের 10.77 শতাংশ হারে টাকা নিতে পারবেন। ন্যূনতম 5 হাজার টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করতে হয়।

bank man

৪) কেটিডিএফসি লিমিটেড : এই কেটিডিএফসি লিমিটেড আসলে কেরল সরকারের অধীনে আসে। আপনি এখানে 10.17% সুদে (ন্যূনতম 10,000 টাকার FD করলে) টাকা রাখতে পারেন। যদিও প্রবীণ নাগরিকেরাই কেবল এই সুবিধা পাবেন অন্যান্য সবাই 10 শতাংশের নিচে সুদ (ন্যূনতম 5,000 টাকার FD করতেই হবে) পাবেন।