কয়েক মাসেই টাকা দ্বিগুণ! এই ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট খুলে হয়ে যান লাভবান

রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) তরফে রেপো রেট বাড়ানোর কারণে বর্তমানে বিনিয়োগের একটি উল্লেখযোগ্য মাধ্যম হলো ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। এখন যেহারে কয়েকটি ব্যাংক (Bank) সুদ দিচ্ছে তাতে আপনার টাকা কয়েক মাসের মধ্যেই দ্বিগুণ হয়ে যাবে। সরকারি ব্যাংক সহ বেসরকারি বড় ব্যাংক গুলোও ভালো সুদের হার দিচ্ছে। কিন্তু অনেক ছোটখাটো ব্যাংকও তাদের FD তে দারুণ সুদের হার দিচ্ছে।
দেখে নিন কোথায় কোথায় সুদের হার অনেকটাই বেশী:
১) ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক (Unity Small Finance Bank) : এই ব্যাংক বহু সরকারি এবং বেসরকারি ব্যাংক’কে টক্কর দিয়েছে সুদের হারে। ১০১ দিনের FD করলেই ৯% সুদে টাকা বাড়বে আপনার। প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন ৯.৫০% সুদ।
২) Utkarsh Small Finance Bank : এই ব্যাংকটিও অন্যন্য ব্যাংকের তুলনায় বেশী হারে সুদ দিচ্ছে। ১০১ দিনের FD তে মিলছে ৮% সুদ, প্রবীণ নাগরিকরা আই যাবেন ৮.৭৫% সুদ।
৩) North East Small Finance Bank: এখানেও মাত্র ১০১ দিনের ফিক্সড ডিপোজিটে ৮% সুদ মিলছে। সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন ৮.৭৫% সুদ।
৪) Ujjivan Small Finance Bank : Unity Small Finance Bank এর সমান না হলেও এই ব্যাংকের সুদের হার মোটের ওপর বেশ ভালোই। ১০১ দিনের FD তে ৮% সুদ পাবেন সাধারণ নাগরিকরা। প্রবীণ নাগরিকরা এই সময় ৮.৭৫% সুদের সুবিধা পাবেন।