দুর্গাপুজো ও উৎসবের মরসুমে বহু মানুষের মুখে হাসি ফোটালো কেন্দ্রীয় সরকার। অবশেষে ডিএ বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বাড়ল কেন্দ্রীয় সরকারী কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের খুশির ঝুলি সাজিয়ে দিল একপ্রকার কেন্দ্র।
কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার মহার্ঘ ভাতা (DA) চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে ডিএ বিদ্যমান ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রের মোদী সরকারের এই পদক্ষেপের ফলে প্রায় ৪১.৮৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
২০২৩ সালের দীপাবলি উৎসবের আগে, মন্ত্রিসভা ১ জুলাই, ২০২৩ থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ভাতার অতিরিক্ত কিস্তির ৪ শতাংশ অনুমোদন করেছে। এই পদক্ষেপের ফলে প্রায় ৪১.৮৫ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হয়েছেন।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা যথাক্রমে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) পাবেন। ডিএ বৃদ্ধির সাথে সাথে কর্মচারীদের বেতনও এক লাফে অনেকটাই বেড়ে যাবে। ২০২৩ সালের জন্য সরকার ২০২৩ সালের ২৪ মার্চ প্রথম সংশোধনী ঘোষণা করে, যখন ডিএ ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়। এরপর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাওয়া যাবে। কেন্দ্রীয় কর্মচারীদের বেতনে মহার্ঘ ভাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার বছরে দু’বার ডিএ সংশোধন করে।