উত্তম কুমার (Uttam Kumar) …বাংলা চলচ্চিত্র (Bengali cinema) দুনিয়ার এক কিংবদন্তি নাম। তার অভিনয় দক্ষতা, ভুবন ভুলানো হাসি মানুষ কোনওদিনই ভুলবেন না। নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি।
স্ত্রী গৌরী দেবীর সাথে ঝগড়া বিবাহ বিচ্ছেদ, অন্যদিকে অভিনেত্রী সুপ্রিয়া দেবীর (Supriya Devi) সঙ্গে তার সম্পর্ক, সত্তরের দশকে হট টপিক হয়ে উঠেছিল। যদিও স্ত্রী গৌরি দেবীর সঙ্গে উত্তম কুমারের আইনি বিচ্ছেদ হয়েছিল না সে সম্পর্কে অনেক তর্ক বিতর্ক রয়েছে। জানা গিয়েছে, দীর্ঘ আইনি লড়াইয়ের পর আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে প্রবীর রায় পরিচালিত উত্তম কুমারের বায়োপিক ‘জেতে নাহি দিবো’। প্রকৃতপক্ষে, মামলাটি আদালতে তিন বছর ধরে চলেছিল। অভিনেতা সুজন নীল মুখার্জি একজন বয়স্ক উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন। তার লুক প্রকাশের পরপরই সমালোচনা শুরু হয়।
যাইহোক, এহেন অবস্থায় নতুন করে শিরোনামে উঠে এসেছেন উত্তম কুমার। নেপথ্যে সেই সুপ্রিয়া দেবী ও তাঁর সন্তান সোমা চট্টোপাধ্যায় (Soma Chakraborty)। হ্যাঁ ঠিকই শুনেছেন। কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীকে নিয়ে। ১৯৬০ সালে মুক্তি পায় উত্তম-সুপ্রিয়া জুটির সফল ছবি ‘শুন বরনারী’। কানাঘুষো শোনা যায়, এই সিনেমার পর থেকেই ঘনিষ্ঠ হতে শুরু করেন দুজনে। যারপর থেকেই গৌরী দেবীর সঙ্গে উত্তম কুমারের দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে।
এদিকে উত্তম কুমারের সঙ্গে স্ত্রী গৌরি দেবীর ঝগড়া চরমে উঠলে উত্তম কুমার বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর কাছে চলে আসেন। শুধু তাই নয়, সুপ্রিয়া দেবীকে বিবাহ করার পাশাপাশি তাঁর মেয়ে সোমাকেও দত্তক নেন উত্তমকুমার। ভারতীয় সংবিধান অনুসারে, যদি কোনও বিবাহিত পুরুষ সন্তান দত্তক নিতে চাই তাহলে তার স্ত্রীর অনুমতি লাগে। কিন্তু উত্তম কুমার সোমাকে দত্তক নিতে চাইলে তার স্ত্রী গৌরী দেবী রাজি হননি।
যদিও একজন বাবার মতো তাঁকে সম্প্রদানও করেন বিয়ের সময়ে। যদিও সোমা চট্টোপাধ্যায়ের বিয়েটা সুখের হয়নি, এই নিয়েও যথেষ্ট চিন্তিত থাকতেন উত্তম। সোমা উত্তম কুমারকে ‘বাবি’ বলে ডাকতেন। তবে আপনি জানলে অবাক হবেন, এই দুজনের সম্পর্ক নিয়েও সেইসময়ে কম কাদা ছোঁড়াছুঁড়ি হয়নি। অনেকেই বলতেন, মা, মেয়ে দুজনের সঙ্গেই সম্পর্ক রয়েছে উত্তম কুমারের।