ছেলেকে ক্রিকেটার বানাতে চাকরি ছাড়েন বাবা, সেই ছেলেই আজ কোটি টাকার মালিক

ভারতীয় ক্রিকেটার যশ ধুলকে (Yash Dhull) নিশ্চয়ই এতদিনে চিনে গেছে সারা দেশবাসী। তার কঠোর পরিশ্রমের ফলেই আজ তিনি UAE তে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের অধিনায়ক হতে পেরেছেন। যশ নিজের আইকন বিরাট কোহলির (Virat Kohli) পদাঙ্ক অনুসরণ কর চলেছেন।
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এর আগে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করেছেন। কোহলির নেতৃত্বেই ভারত ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। যশ ধুল তার রোল আইকন বিরাট কোহলির পদচিহ্নকে স্মরণ করেই এগিয়ে চলেছেন সাফল্যের দিকে।
দিল্লির জনকপুরির বাসিন্দা যশ ধুল। মিডল অর্ডারে ব্যাট করতে নামেন তিনি। অনূর্ধ্ব-১৬ তে দিল্লীকে নেতৃত্বে দিয়ে শুরু হয় তার ক্রিকেট কেরিয়ারের যাত্রা। দিল্লীর হয়ে খেলার সময় থেকেই তিনি স্বপ্ন দেখতেন ভারতীয় দলের জার্সি গায়ে ব্যাট হাতে মাঠে নামার।
আর যশের সেই স্বপ্নকে সাকার করার পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে তার বাবার। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। যশের ক্রিকেট অনুশীলনে যাতে কোনো অসুবিধা না হয় সেইজন্য তিনি বড় চাকরি ছেড়ে যোগ দেন কম বেতনের এক চাকরিতে।
বেতন কম হলেও ছোট থেকেই ছেলের খেলার জন্য অফুরন্ত খরচ করেছেন তিনি। সেরা ইংলিশ উইলো ব্যাট এনে দিয়েছিলেন ছেলের জন্য। এছাড়া বাড়ির খরচ কমিয়ে ক্রিকেট এর জন্য সেই টাকা খরচ করেন যশ ধুলের বাবা বিজয় ধুল। নিজে একজন সেনাবাহিনীর জওয়ান ছিলেন তিনি। সেই পেনশনের টাকা দিয়েই কোনক্রমে চালিয়ে নিতেন ছেলেকে ভারতের জার্সি গায়ে দিয়ে খেলতে দেখার স্বপ্ন নিয়ে। এবার তার সেই স্বপ্ন সফল হতে চলেছে।