অনেক সময় এমন হয় যে, আমরা ব্যাংকে (Bank) টাকা রেখে ভুলে যাই। কিন্তু সেই কারণে কাওকে কোটিপতি হতে শুনেছেন? হ্যাঁ ঠিক এমনটাই হয়েছে। একেবারে ৬০ বছর ভুলে গিয়েছেন যে তিনি ব্যাংকে টাকা রেখেছেন। আর শেষে পরিমাণ দেখে চোখ এখেবারে ছানাবড়া হয়ে গেছে তার।
এমনই এক অত্যাস্চর্যক ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকার চিলিতে। চিলির বাসিন্দা অ্যাক্সেল হিনোজোসার বাবা ১৯৬০ এবং ৭০ এর দিকে বাড়ি কেনার জন্য ১,৪০,০০০ চিলিয়ান মুদ্রা জোগাড় করেছিলেন। ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৬৮৪ টাকা হয় তা। তিনি সেই টাকা রেখে দিয়েছিলেন ক্রেডিট ইউনিয়ন ব্যাংকে। এরপর তার মৃত্যুর পর এই পাস বইটি একটি বাক্সে বন্ধ করেই রাখা হয়েছিল, আর তা সামনে আসতেই চক্ষু ছানাবড়া হয়ে তার ছেলের।
একদিন কিছু খোঁজার প্রয়োজনে হঠাৎ করে বাবার বাক্সে কিছু জিনিস খুঁজতে গিয়ে হিনোজোসা এই পাসবুকটি খুঁজে পান। যদিও তখন তার এই পাসবুকটি অকেজো বলেই মনে হয়েছিল, কিন্তু হিনাজোসা পড়ে ব্যাংকে গিয়ে জানতে পারেন যে, সেই অর্থ আজ ১.২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। আর সেটা জানতে পেরেই বিস্মিত হয়ে যান তিনি।
যেহেতু তার বাবা মারা গিয়েছেন তাই তাকে সেই টাকা পাওয়ার জন্য কোর্টে পৌঁছাতে হয়। এরপর কোর্টে হিনোজোসাকে তার বাবার পাসবুক হাজির করতে বলা হয়। হিনোজোসা যখন তার বাবার পাসবুকটিকে হাজির করেন কোর্টের সামনে। পরে আদালতে তাকে রাষ্ট্রীয় গ্যারান্টি হিসাবে এই অর্থ ফেরত দেয়।
ভারতীয় মুদ্রায় তার প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়ায় ৯.৩৩ কোটি টাকায়। যদিও সেই পরিমাণ টাকা ফেরত পাওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট রাষ্ট্রের সুপ্রিম কোর্টে পৌঁছাতে হয়। পরে সুপ্রিম কোর্ট রায় দেয় যে, এই টাকা হিনোজোসা এবং তার পরিবারের। শীঘ্রই এই টাকা তাদের পরিবারকে ফেরত দিয়ে নির্দেশ দেয় কোর্ট। এবার শীঘ্রই সেই টাকা পেয়ে যাবেন হিনোজোসার পরিবার।