farakka barrage

Indiahood Desk

খুলে গেল ফারাক্কা ব্যারেজের সব গেট, বন্যায় ভাসার আশঙ্কা বাংলাদেশের ৫ জেলার

ফারাক্কাঃ দিন কয়েক আগে ত্রিপুরার ডুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণে বন্যা হয়েছিল বলে অভিযোগ করে বাংলাদেশের জনগণ। যদিও ভারত থেকে স্পষ্ট জানানো হয় যে, ডুম্বুর গেট খোলার কারণে বাংলাদেশে বন্যা হয়নি। ওদিকে, ওই দেশের সরকারও জানায় যে, অতি বৃষ্টির কারণেই বন্যা হয়েছে। তবে এসবের মধ্যেই ফের অশনি সংকেত বাংলাদেশের জন্য। তবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও বন্যার সতর্কতা জারি হয়েছে।

বন্যায় ভাসতে পারে বাংলাদেশের ৫ জেলা

জানা গিয়েছে যে, বিহার ও ঝাড়খণ্ডে টানা ও ভারী বৃষ্টির জেরে জল বেরে যাওয়ায় এবার ফারাক্কা ব্যারেজ থেকে ল ছাড়া শুরু হয়েছে। আর এই জল ছাড়ার কারণে মুর্শিদাবাদ জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ফারাক্কা বাঁধ থেকে জল ছাড়ার কারণে বন্যায় ভাসতে পারে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্ঠিয়া, মানিকগঞ্জ-সহ বেশ কয়েকটি জেলা।

১১ লক্ষ কিউসেক জল ছাড়ল ফারাক্কা

   

প্রাপ্ত খবর অনুযায়ী, সোমবার ফারাক্কা বাঁধ দিয়ে ১১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। বাঁধ প্রকল্পের ম্যানেজিং ডায়রেক্টর জানিয়েছেন যে, বর্তমানে যা জল হয়েছে, তা বাঁধে আটকে রাখা সম্ভব নয়। বর্তমানে ফারাক্কা বাঁধে জল ধারণের মাত্রা ৭৭.৩৪ এ পৌঁছেছে। যা বিপদসীমার বেশি।

ফারাক্কা ব্যারেজের প্রবন্ধক জানিয়েছে যে, এখন শত চেষ্টা করলেও বাঁধে জল আটকে রাখা যাবে না। বর্তমানে বিপদসীমার উপর দিয়েই বইছে জল। আর এই জল ধরে রাখার কোনও প্রযুক্তিগত বন্দোবস্ত নেই। উপরন্তু জল না ছাড়া হলে বাঁধের ক্ষতি হতে পারে।

বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে বর্ষার মরশুম। আর এই বর্ষার মধ্যে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। বাংলাদেশের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে, যার জেরে পশ্চিমবঙ্গজুড়ে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে। একদিকে অতি বৃষ্টি, অন্যদিকে বাঁধের জল ছাড়া। এই দুই নিয়ে আতঙ্কে রয়েছে গোটা মুর্শিদাবাদ জেলা।