১৫ বছর পর পাকিস্তানে (Pakistan) ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। নেপালের (Nepal) বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩ সালের এশিয়া কাপে (Asia Cup) অভিযান শুরু করেছে পাকিস্তান দল (Pakistan national cricket team)। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের (Sri Lanka national cricket team) উপর সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো পাকিস্তানে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচেই গোটা বিশ্বের সামনে অপমানিত হতে হল পাকিস্তানকে।
এশিয়া কাপ ২০২৩ এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের মুলতান স্টেডিয়ামে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অপমানের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)।
আসলে এই ম্যাচে ভক্তরা তাদের আগ্রহ দেখায়নি। খুব কম সংখ্যক ভক্ত এই ম্যাচ দেখতে মুলতান স্টেডিয়ামে পৌঁছেছেন। পাকিস্তানের মুলতান স্টেডিয়ামের অনেক ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিগুলিতে ফাঁকা স্টেডিয়াম স্পষ্ট দেখা যাচ্ছে। স্টেডিয়ামে ভক্তদের সংখ্যা খুবই কম। ম্যাচ চলাকালীন মাত্র ১০ শতাংশ সমর্থক স্টেডিয়ামে পৌঁছেছেন। পাকিস্তানের ফাঁকা স্টেডিয়াম দেখে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন।
Crazy Crowd in #PAKvsNEP Game🤣🤣
And they wanted Asia cup to happen in Pakistan, thank god it got Shifted in srilanka! pic.twitter.com/h0KTRZuZym— ᴘʀᴀᴛʜᴍᴇsʜ⁴⁵ (@45Fan_Prathmesh) August 30, 2023
প্রথম ম্যাচে উভয় দলের যেই ১১ জন খেলছেন …
পাকিস্তান: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
নেপাল: কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), আরিফ শেখ, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরে, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী।