মাত্র ২৫ বছরেই থেমে গেল জীবন। সকলকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করলেন এক জনপ্রিয় অভিনেতা। বিনোদন জগতে একের পর এক অভিনেতা ও অভিনেত্রীর মৃত্যু হচ্ছে। কখনও হৃদরোগ তো কখনও দুর্ঘটনা। এদিকে আবারও এক অভিনেতার মৃত্যুতে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, এবার মাত্র ২৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন হিন্দি ও তামিল টিভি অভিনেতা পবন সিং। মুম্বাইয়ের নিজ বাড়িতে প্রয়াত হয়েছেন পবন বলে খবর।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। সাম্প্রতিক সময়ে বিনোদন দুনিয়ায় কার্ডিয়াক অ্যারেস্টের কারণে অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে। জনপ্রিয় কন্নড় তারকা পুনীত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান সম্প্রতি। তাঁর মৃত্যুর খবরে কেঁপে ওঠে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। একই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক তরুণ অভিনেতা পবন।
জানা গিয়েছে, পবন কর্ণাটকের মান্ডিয়া জেলার বাসিন্দা ছিলেন। পবনের দেহ মুম্বই থেকে তাঁর জন্মস্থান মান্ডিয়ায় নিয়ে আসা হবে, যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করবেন তাঁর পরিবারের সদস্যরা। কর্ণাটকের বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি কাজের জন্য পরিবারের সঙ্গে মুম্বাইয়ে থাকতেন। তিনি হিন্দি এবং তামিল ভাষায় অনেক সিরিয়ালে কাজ করেছিলেন।
এদিকে পবনের আকস্মিক মৃত্যুতে গভীর শোকস্তব্ধ তাঁর পুরো পরিবার। তবে অভিনেতার হার্ট অ্যাটাকের বিষয়টি ছাড়া এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর বিশদ বিবরণ সম্পর্কে কিছু জানানো হয়নি। পবনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মান্ডিয়ার বিধায়ক এইচ টি মঞ্জু, প্রাক্তন বিধায়ক কে বি চন্দ্রশেখর, প্রাক্তন মন্ত্রী কেসি নারায়ণ গৌড়া, প্রাক্তন বিধায়ক বি প্রকাশ, টিএপিসিএমএস সভাপতি বি এল দেবরাজু, কংগ্রেস নেতা বুকানাকেরে বিজয় রামগৌড়া, ব্লক কংগ্রেস সভাপতি বি নগেন্দ্র কুমার, জেডিএস নেতা আক্কিহেবালু রঘু, যুব জনতা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুরুবাহাল্লি নাগেশ প্রমুখ।