কেন অভিনয় ছাড়লেন অমরসঙ্গী সিনেমার প্রসেনজিতের নায়িকা, কোথায় হারিয়ে গেলেন বিজয়েতা!

অভিনেত্রী বিজয়েতা পন্ডিতকে (Vijayta Pandit) মনে আছে নিশ্চয়ই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) এর সাথে কালজয়ী ছবি ‘অমরসঙ্গী’ তে দেখা দিয়েছিল তাকে। দর্শকদের মনে বিজয়েতার রূপ, লাবণ্য গেঁথে থাকলেও আজকাল আর দেখা যায় না তাকে। কোথায় হারিয়ে গেলেন একসময়ের বলিউড, টলিউড কাঁপানো অভিনেত্রী?

লাবণ্যময়ী বিজয়েতা অবশ্য শুধু যে প্রসেনজিৎ এর সাথেই অভিনয় করেছেন তাই না, একই সাথে মিঠুন চক্রবর্তীর সাথে জুটি বেঁধেও একাধিক সিনেমাতে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। বলিউডে রাজ করা এই নায়িকা টলিউডে কাজ করবে শুনেই তাকে দেখতে ভিড় জমে যায়। কিন্তু সেই শেষ, তারপর এমনভাবে হারিয়ে গেলেন যে আজকাল আর খুঁজেই পাওয়া যায় না।

হরিয়ানাতে জন্ম হয় বিজয়েতার। সেখানে তারা চার ভাইবোন একসাথে বড হয়ে ওঠেন। কিন্তু বলিউডে প্রত্যেকেই নিজের নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন। তার দুই ভাই যতীন এবং ললিত হলেন বলিউডের প্রখ্যাত সুরকার। বিজয়েতার কেরিয়ার শুরু হয়েছিল রাজেন্দ্র কুমারের প্রযোজনার ছবি ‘লাভ স্টোরি’ দিয়ে। এই ছবিতে রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরব ছিলেন তার বিপরীতে নায়ক।

প্রথম ছবিই বক্স অফিসে বাম্পার হিট, তাই কেরিয়ারের শুরুটা দারুণ ভাবেই হয় বিজয়েতার। তবে সেই সময় সিনেমার নায়কের প্রেমে পড়ে যান বিজয়েতা। কিন্তু সেই সম্পর্ক নিয়ে বাধ সাধলেন কুমার গৌরবের বাবা রাজেন্দ্র কুমার। তবে প্রেম সম্পুর্ণ না হওয়ায় আবারো অভিনয় জীবনে ফেরেন তুমুল সাফল্যের মধ্যে দিয়ে।

১৯৮৫ সালে তার অভিনীত ‘মহাব্বাত’ সিনেমা বক্স অফিসে তুমুল জনপ্রিয়তা প্রায়। ব্যাস তারপর থেকে আর কোনো পিছুটান থাকেনি তার। এরপর ‘জিতে হ্যায় শান সে’, ‘দিওয়ানা তেরে নাম কা’, ‘জলজলা’, ‘পেয়ার কা তুফান’ এর মত একাধিক সুপার হিট ছবিতে তিনি ছিলেন নায়িকা। আবার টলিউডেও প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে ‘অমরসঙ্গী’ ছবিতে অভিনয় করে গোটা বাংলার পুরুষদের ড্রিম গার্ল হয়ে ওঠেন তিনি।

কিন্তু ছন্দ পতন হয় সমীর মালকিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই। জানা যায় সেই ঘটনায় দারুণ আঘাত পেয়েছিলেন নায়িকা। আর এরপর থেকেই অভিনয় জগত থেকে পুরোপুরি সরে গিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন গান নিয়ে। এরপর এখন সঙ্গীত পরিচালক এবং সুরকার আদেশ শ্রীবাস্তবকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করছেন তিনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button