অকালেই ঝরল প্রাণ, মাত্র ৩১ বছর বয়সেই রহস্যজনক মৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর! চারিদিকে শোকের ছায়া

বিনোদন জগতে একের পর এক নক্ষত্র পতন হয়েই চলেছে। থামতেই চাইছে না মৃত্যুলীলা। এবার প্রয়াত হলেন এক জনপ্রিয় অভিনেত্রী (Actress)। যে কারণে শোকের ছায়া নেমে এল বিনোদন দুনিয়ায়।

জানা গিয়েছে, বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা নায়ার (Aparna Nair) প্রয়াত হয়েছেন। অপর্ণাকে গতকাল রাতে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। যদিও এই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর তার ভক্তরা শোকাহত।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩১ বছর বয়সী অভিনেত্রী অপর্ণা নায়ারকে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিনেত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যে অভিনেত্রীর দেহের ময়নাতদন্তের ব্যবস্থা করেছে পুলিশ। এই ময়নাতদন্তের রিপোর্ট পুলিশ হাতে পেলে তবেই জানা যাবে অভিনেত্রী মৃত্যুর আসল কারণ।

aparna nair sa3

বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। অপর্ণা নায়ারের এহেন আকস্মিক মৃত্যুতে তার পরিবারে দুঃখের পাহাড় ভেঙে পড়েছে একপ্রকার। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তারকা ও ভক্তরা তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন।  অপর্ণা নায়ারের স্বামীর নাম হল সঞ্জিত। অপর্নার দুই মেয়ে রয়েছে যাদের নাম হল থ্রায়া ও কৃতিকা।

অপর্ণার কাজের কথা বলতে গেলে, তিনি মেগাথিরথাম, মুধুগোভা, আচিয়ানস, কোঠি সামক্ষম বালান ওয়াকিল, কাল্কি প্রভৃতি ছবিতে কাজ করেছেন। এ ছাড়া তিনি চন্দনমাঝা ও আত্মসাখির মতো ধারাবাহিকেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন তিনি। যদিও অসময়ে অভিনেত্রীর এহেন চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।