অপূরণীয় ক্ষতি! সবাইকে কাঁদিয়ে মাত্র ৬৭ বছর বয়সে প্রয়াত বিখ্যাত কমেডিয়ান সতিশ কৌশিক

বলিউড থেকে একটি খুব খারাপ খবর এসেছে। প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik) বুধবার রাতে দিল্লির কাছে গুরুগ্রামে প্রয়াত হয়েছেন। মৃত্যুর কারণ বলা হচ্ছে হার্ট অ্যাটাক। এ বিষয়ে তথ্য দিয়ে তার ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের লিখেছেন, ৪৫ বছরের বন্ধুত্ব আজ সম্পূর্ণ থেমে গেছে। সতীশকে ছাড়া জীবন আর আগের মতো হবে না। সতীশ কৌশিক এখানে কোনো কাজে এসেছিলেন এবং এই সময় তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। তড়িঘড়ি করে তাকে গুরুগ্রামের ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার জীবন বাঁচানো যায়নি। দিল্লির দীনদয়াল হাসপাতালে ময়নাতদন্তের পর সন্ধ্যার মধ্যে মৃতদেহ মুম্বাই পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সতীশ কৌশিক ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সতীশ কৌশিক এবং অনুপম খের দুজনেই ন্যাশনাল স্কুল অফ ড্রামার সময় থেকে একসাথে ছিলেন। বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুপম খের লিখেছেন, ‘আমি জানি মৃত্যুই এই পৃথিবীর শেষ সত্য! কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে বেঁচে থাকাকালীন আমার সেরা বন্ধু সতীশ কৌশিককে নিয়ে লিখব। ৪৫ বছরের বন্ধুত্বে এমন হঠাৎ ফুল স্টপ। সতীশ, তোমাকে ছাড়া জীবন আর আগের মতো হবে না। ওম শান্তি!’

হরিয়ানার মহেন্দ্রগড়ে ১৩ এপ্রিল ১৯৫৬ সালে জন্মগ্রহণকারী সতীশ কৌশিক দিল্লির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন। এরপর তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা অ্যান্ড ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতেও পড়াশোনা করেন।

তিনি ১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারো’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তবে ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডার চরিত্রে অভিনয় করে অভিনেতা হিসেবে পরিচিতি পান তিনি। এরপর শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ১৯৯৩ সালে, ‘রূপ কি রানি চোরো কা রাজা’ দিয়ে, তিনি চলচ্চিত্র পরিচালনার জগতে পা রাখেন এবং প্রায় দেড় ডজন চলচ্চিত্র পরিচালনা করেন। সতীশ কৌশিক প্রতিটি বহু চরিত্রে অভিনয় করেছেন, তার কমেডিতে কোনো বিকল্প ছিল না।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button